Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদতেলিয়ামুড়া ট্রাফিক পুলিশের হাতে আটক লক্ষাধিক টাকার শুকনো গাঁজা

তেলিয়ামুড়া ট্রাফিক পুলিশের হাতে আটক লক্ষাধিক টাকার শুকনো গাঁজা

পাচারকালে তেলিয়ামুড়া ট্রাফিক পুলিশের হাতে আটক লক্ষাধিক টাকার শুকনো গাঁজা। ঘটনা তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি স্থিত রেল স্টেশনে শনিবার রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ অভিযোগ মূলে জানা যায়, তেলিয়ামুড়া রেল পুলিশের একাংশ কর্মীদের সাহায্য নিয়ে আগরতলা থেকে দেওঘর গামী রেলে করে তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি স্থিত রেল স্টেশন থেকে তিনজন উপজাতি যুবক ব্যাগ ভর্তি গাঁজা নিয়ে বহিঃ রাজ্যের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার পথে তেলিয়ামুড়া ট্রাফিক পুলিশ এবং তেলিয়ামুড়া থানা পুলিশের যৌথ উদ্যোগে এবং তেলিয়ামুড়া ট্রাফিক ডি.এস.পি বিক্রমজিৎ শুক্ল দাসের নেতৃত্বে ওঁত পেতে বসে স্টেশন চত্বরে। যদিও রেল পুলিশ তখন ব্যাস্ত গাঁজা পাচারকারীদের সাহায্যের কাজে। তখন আগরতলা থেকে দেওঘর গামী রেল’টি তেলিয়ামুড়া স্টেশনে থামা মাত্রই তিনজন উপজাতি যুবক ও তাদের কাছে থাকা ব্যাগ গুলো দেখে সাদা পোশাকে থাকা পুলিশের সন্দেহ হয়। তখন তাদের পিছু নিতেই তারা ব্যাগ ভর্তি গাঁজা ফেলে ঘটনাস্থল থেকে তেলিয়ামুড়া ট্রাফিক ও তেলিয়ামুড়া থানা পুলিশের চোখে ধুলো দিয়ে চম্পট দেয়।পুলিশ ও ট্রাফিক পুলিশের কর্মীরা ব্যাগ গুলো খুলে দেখতে পায় ৩টি ব্যাগে মোট ২৪ প্যাকেট (ছোট প্যাকেট) শুকনো গাঁজা রয়েছে। এই ঘটনার পর ঢাল তরোয়াল বিহীন নিধিরাম সর্দারের ভূমিকা পালন করতে ঘটনাস্থলে উপস্থিত হয় তেলিয়ামুড়া রেল পুলিশ। পরবর্তীতে তেলিয়ামুড়া ট্রাফিক এবং তেলিয়ামুড়া থানার পুলিশ উদ্ধারকৃত গাঁজা গুলি’কে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। এ প্রসঙ্গে ডি.এস.পি বিক্রমজিৎ শুক্ল দাস জানিয়েছেন, উদ্ধারকৃত গাঁজা গুলির কালোবাজারি মূল্য প্রায় লক্ষাধিক টাকা। তবে শেষ খবর লেখা পর্যন্ত গাঁজা পাচারকারীদের খোঁজে রেল স্টেশন চত্বর সহ এর আশপাশ এলাকায় তল্লাশি চালাচ্ছে তেলিয়ামুড়া থানার পুলিশ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

8 − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য