গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার সকালে খোয়াই থানার ওসি উদ্যম দেববর্মা ও বাইজাল বাড়ি ফারি থানার ওসি রথীন দেববর্মার যৌথ প্রচেষ্টায় 822 কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হলো একটি মালবাহী ট্রাক থেকে। এই গাঁজাগুলো WB11E-1109 নাম্বারের একটি মালবাহী ট্রাক গাড়ি থেকে উদ্ধার করা হয়। গাড়িটি আগরতলা থেকে খোয়াই হয়ে ধর্মনগরের উদ্দেশ্যে যাচ্ছিল। পুলিশ যখন বিভিন্ন গাড়িতে তল্লাশি শুরু করে তখন পুলিশ এই গাঁজাগুলো ট্রাক থেকে উদ্ধার করার পাশাপাশি গাড়ি চালকেও আটক করেছে। গাড়ি চালকের নাম লক্ষী চরণ সিনহা তার বাড়ি দামছড়ায় এলাকায়। জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর জানিয়েছেন গাড়িটি পশ্চিম বাংলার। গাড়ির ভেতরে মোট 96টি প্যাকেট করা গাঁজা উদ্ধার হয়। এই ঘটনায় পুলিশ একটি এনডিপিএস মামলা নিয়েছে।



