Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদহর ঘর তিরাঙ্গা কর্মসূচিকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে বিজেপি খোয়াই জেলার উদ্যোগে...

হর ঘর তিরাঙ্গা কর্মসূচিকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে বিজেপি খোয়াই জেলার উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া নেতাজি নগর স্থিত কমিউনিটি হল


৭৫ তম আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে হর ঘর তিরাঙ্গা কর্মসূচিকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে বিজেপি খোয়াই জেলার উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া নেতাজিনগর স্থিত কমিউনিটি হল গৃহে বৃহস্পতিবার। এদিনের এই সভাতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, খোয়াই জেলার জেলা সভাধিপতি জয়দেব দেববর্মা, সহ-সভাধিপতি হরিশঙ্কর পাল সহ বিজেপির অন্যান্য কার্যকর্তারা। দেশের ৭৫ তম আজাদী কা মহোৎসব হিসাবে পূর্ণ হয়েছে। কেন্দ্রীয় সরকার স্বাধীনতা দিবসের আগেই হর ঘর তিরঙ্গা অর্থাৎ দেশের প্রতিটি বাড়িতে দেশের জাতীয় পতাকা উত্তোলন করার সিদ্ধান্ত নিয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে বিজেপি ত্রিপুরা প্রদেশের উদ্যোগে ত্রিপুরা রাজ্যের প্রতিটি বাড়িতে হয় ঘর তিরঙ্গা তথা ভারতের জাতীয় পতাকা তোলার জন্য জেলা স্তর থেকে পঞ্চায়েত স্তরে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য বিজেপি খোয়াই জেলার উদ্যোগে এই সভার অনুষ্ঠিত করা হয় তেলিয়ামুড়াতে। বৃহস্পতিবার জেলা স্তরের বিজেপি কর্মী সমর্থকদের মাধ্যমে জেলা স্তর থেকে পঞ্চায়েত স্তর এবং প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ৯ তারিখ থেকে শুরু হবে জাতীয় পতাকা বাড়ি বাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুব মোর্চার উদ্যোগে হবে তিরঙ্গা পঞ্চায়েত স্তরে প্রভাত ফেরি।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য