Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদহর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে কলমচৌড়া থানার উদ্যোগে আয়োজিত হলো...

হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে কলমচৌড়া থানার উদ্যোগে আয়োজিত হলো স্লো রানিং কর্মসূচি

আজ সকালে ৬টা সময় ৭৫ তম আজাদিকা অমৃত মহোৎসব সেলিব্রেট করার উদ্দেশ্য এবং ঘরে ঘরে জাতীয় পতাকা তোলার জন্য এর উপলক্ষে কলমচৌড়া থানার উদ্যোগে এক স্লো রানিং কর্মসূচি পালন করা হয় এই স্লো রানিং কর্মসূচি শুরু হয় বক্সনগর পেট্রোল পাম্প সংলগ্ন অক্সফোর্ড ইন্টারনেসনাল স্কুলের সামনে থেকে অনেকটা রাস্তা রানিং করার পর সমাপ্তি হয় বক্সনগর নজরুল মঞ্চ মাঠে গিয়ে,আজ এই রেলিতে অংশগ্রহণ করেন মহকুমা পুলিশ আধিকারিক বনুজ বিপ্লব দাস,বিশিষ্ট সমাজসেবী সুভাষ চন্দ্র সাহা,শ্যামল কান্তি দাস,জিমুল হক,কলমচৌড়া থানার ওসি বিষ্ণুপদ ভৌমিক,সহ সমাজসেবী অনিল দাস, এছাড়া এলাকার যুবক সহ পুলিশ ও টি এস আর রাও এই রেলিতে উপস্থিত ছিলেন,


RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য