অল ত্রিপুরা চিপস অ্যান্ড বোল্ডার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার চুড়াইবাড়ি কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ বৈঠক।বৈঠকের সর্ব সিদ্ধান্তক্রমে গঠিত হলো পনেরো জনের মহাকুমা কমিটি। মূলত পাথর ব্যবসা সংক্রান্ত সরকারি বিভিন্ন জটিলতা দূরীকরণসহ একাদিক বিষয় নিয়ে ছিল এদিনকার এই বৈঠকে।উল্লেখ্য বিগত দিনে ধর্মনগর মহাকুমায় শুধুমাত্র ছিল হাতে ভাঙ্গা পাথর কোয়ারী।বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে ক্রেশার মেশিন এর দ্বারা চলছে সম্পূর্ণ পাথর ব্যবসা।যার ফলে আইনি জটিলতা ও অনেকটা বৃদ্ধি পেয়েছে।এতে বিশেষ করে চুরাইবাড়ি সহ ধর্মনগর মহকুমার সমম্ত পাথর ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যায় ভুগছেন বেশ কিছু আইনি জটিলতা নিয়ে।ফলে একপ্রকার বন্ধের মুখে ছোট-বড় প্রায় দুই শত ক্ষুদ্র পাথর শিল্প ।যার সাথে জড়িয়ে রয়েছেন হাজার হাজার শ্রমিক।তাছাড়া রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য অধিকাংশ ভাঙ্গা পাথর চুড়াইবাড়ি থেকেই সংগ্রহ করা হয়ে থাকে।ফলে পাথর ভাঙ্গার ক্রেশার বা কুয়ারী গুলো বন্ধ হয়ে গেলে মালিকদের পাশাপাশি ক্ষতির সম্মুখীন হবেন শ্রমিকরাও।সরকারের উন্নয়ন মুলক কাজেও বিঘ্ন ঘটবে।তাই পাথর ব্যবসার সাথে যুক্ত সরকারী বিভিন্ন দফতরের আইনি জটিলতা কে আরো সরলীকরণ করে ছোট-বড় পাথর শিল্প গুলোকে কি ভাবে বাঁচিয়ে রাখা যায় সেই লক্ষ্য নিয়েই দীর্ঘ আলোচনা হয় মঙ্গলবারের এই বৈঠকে।অল ত্রিপুরা চিপস অ্যান্ড বোল্ডার মার্চেন্ট অ্যাসোসিয়েশন এর রাজ্য কমিটির অনুমতিক্রমে সকল পাথর ব্যবসায়ীদের নিয়ে এগারো সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।পাশাপাশি দশ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিও গটন করা হয় এদিন।সর্ব সিদ্ধান্তক্রমে সভাপতি নির্বাচিত হন রুপক দেব রায়,সহ-সভাপতি মঈন উদ্দিন, আব্দুল মালিক, মায়ারস আলী, এবং সম্পাদক আব্দুল হক,সহ সম্পাদক হাসিম তালুকদার,ছয়াব আলী লস্কর, নাজিম উদ্দীন,ও কোষাধক্ষ্য শান্ত দেব রায়। আগামী দিনে ক্রেশার মালিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে রাজ্য কমিটির সহযোগিতায় বিভিন্ন সমস্যা নিরসনে রাজ্য সরকারের সাথে আলোচনায় বসবে এই কমিটি।সম্পূর্ণ অরাজনৈতিক এবং দল-মত নির্বিশেষে পাথর শিল্প গুলোকে টিকিয়ে রাখতে কাজ করবে এই কমিটি।।মঙ্গলবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির পদাধিকারী তথা স্থানীয় বিশিষ্ট পাথর ব্যবসায়ী বিশ্বজিৎ ঘোষ,রাজু পাল,বিশিষ্ট ব্যবসায়ী রাজা ধর,সহ ধর্মনগর মহাকুমার সমস্ত পাথর ব্যবসায়ীগণ।সবশেষে মহকুমা কমিটির সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি রুপক দেব রায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।



