Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদশাপলা ফুলের চাষ করে বাজারজাত করে আত্মনির্ভরতার নিদর্শন দিলেন উপজাতি অংশের এক...

শাপলা ফুলের চাষ করে বাজারজাত করে আত্মনির্ভরতার নিদর্শন দিলেন উপজাতি অংশের এক ব্যক্তি

আষাঢ় শ্রাবণ এই দুইটি বাংলা মাস বর্ষাকাল হিসেবে পরিচিত। এই বর্ষাকালে প্রকৃতির দ্বারা সৃষ্ট প্রাকৃতিক বিভিন্ন জলজ উদ্ভিদ গুলি প্রত্যক্ষ করা যায় বিভিন্ন জলাশয়ে। এরমধ্যে বর্ষাকালে গুল্ম জাতীয় জলজ উদ্ভিদের নাম হল শাপলা । এই শাপলা ফুলটিকে অনেকে জলপদ্ম বলে থাকেন। এই শাপলা ফুল গাছটি বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। মূলত মনসা দেবীর পূজায় এবং শারদীয়া পূজায় এই ফুলটির বিশেষভাবে কদর হয় । অন্যদিকে ওই শাপলা ফুল গাছটিতে ঔষধি গুণাগুণ রয়েছে । এমনই এক বাস্তব চিত্র প্রত্যক্ষ করা গেল তেলিয়ামুড়া ব্লকের অধীনে মগবাড়ি এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে । মগবাড়ি এলাকার এক উপজাতি ব্যক্তি আমবাসা জহরনগর এলাকা থেকে শাপলা ফুলের বীজ এনে এই জলাশয়ে চাষাবাদ শুরু করেছিলেন বছর দুয়েক পূর্বে । বর্তমানে কাজগুলি পরিপক্ক হয়ে এবার ফুল ফুটতে শুরু করেছে। ওই উপজাতি ব্যক্তিটি জানান মনসা পূজাতে শাপলা ফুল এবং এই গাছের পাতা বিশেষভাবে প্রয়োজন হয়। প্রতিটি ফুল তিনি দশ টাকা করে বিক্রি করেন । এছাড়াও বাজারের ফুল ব্যবসায়ীরা এই শাপলা ফুল ক্রয় করেন কারণ এই ফুলটি বিভিন্ন রঙের হয় । আদতে এই শাপলা ফুলের গাছ বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন জলাশয় গুলিতে দেখা যায় । এ রাজ্যের কোথাও দেখা না গেলেও তেলিয়ামুড়াতে সেই রকমারি শাপলা ফুল প্রত্যক্ষ করা গেল । ফুলটি এতটাই সুন্দর যেন প্রকৃতির প্রাকৃতিক দৃশ্য এর মধ্যে বিরাজমান ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twelve − 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য