তেলিয়ামুড়ায় যান দুর্ঘটনা অব্যাহত। রবিবার একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি দুর্ঘটনা ঘটে গেল তেলিয়ামুড়া থানা এলাকায়। প্রথম ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া থানাধীন হাওয়াইবাড়ি এলাকার জাতীয় সড়কের উপর। সেখানে রাস্তা পার হওয়ার সময় মাম্পি বণিক (২৪) নামে এক মহিলাকে একটি লরি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মহিলা রাস্তার মধ্যে ছিটকে পরে। সঙ্গে সঙ্গেই এলাকাবাসীরা ঘটনা প্রত্যক্ষ করে তেলিয়ামুড়া দমকল কর্মীদের খবর দেয়। দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত মহিলাকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতাল নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে হাসপাতালে ভর্তি করিয়ে নেয়।
এরপর, TR 01 AQ 0556 নম্বরের একটি মারুতি ওয়াগনার গাড়ি তেলিয়ামুড়া থানাধীন পুলিনপুর এলাকায় দুর্ঘটনার কবলে পরে। গাড়িটি তেলিয়ামুড়ার দিক থেকে তুইসিন্দ্রাই যাওয়ার পথে নিয়ন্ত্রন হারিয়ে পুলিনপুর এলাকায় জাতীয় সড়কের পাশে একটি পুকুরে গিয়ে পরে যায়। এতে হতাহতের কোন খবর নেই। গাড়িতে চালক ছাড়া আর কেওই ছিল না। কিন্তু চালক ভয়ে নাকি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অন্যদিকে বড়মুড়ার খামতিংবাড়ি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী মারুতি আল্টো গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা চারজনযাত্রী অল্পবিস্তর আহত হয়। জানা যায়, একটি নষ্ট মালবাহী আটো গাড়িকে অন্য একটি আটো গাড়ি টেনে নিয়ে যাচ্ছিল। তখনই নষ্ট মালবাহী আটো গাড়িটি আচমকাই মারুতি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আল্টো গাড়িটিকে পেছন দিকে দিয়ে সজোরে ধাক্কা দেয়। কিন্তু প্রায় রোজই যান দুর্ঘটনার কারণে ট্রাফিক ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।।



