Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদসাড়ে তিন লক্ষ টাকার শুকনো গাঁজা সমেত ধৃত দুই

সাড়ে তিন লক্ষ টাকার শুকনো গাঁজা সমেত ধৃত দুই

আবারো ধর্মনগর থানার হাতে সাড়ে তিন লক্ষ টাকার শুকনো গাঁজা সমেত ধৃত দুই পাচারকারী । ধৃতরা হল দীপক নম বাড়ি সিধাই মোহনপুর ও গণেশ শর্মা বাড়ি বিহারে । ঘটনা উত্তর জেলার ধর্মনগর থানাধীন টঙ্গিবাড়ী ও লালছড়া এলাকায় । জানা গেছে,রবিবার সকালে ধর্মনগর থানার পুলিশ টঙ্গিবারি ও লালছড়া এলাকা থেকে শুঁকনো গাঁজা সহ দুই গাঁজা পাচারকারীকে আটক করে থানায় নিয়ে আসে । পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায়,তারা আগরতলা থেকে রেল পথে ধর্মনগর আসে এবং সড়ক পথে বহিঃ রাজ্য বিহারের উদ্দেশ্যে গাঁজা গুলি নিয়ে যাবার কথা ছিল । এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে,এই গাঁজা পাচারকারির দলে আরো পাঁচজন যুবক ছিল । তারা পুলিশের ধাওয়া খেয়ে গা-ঢাকা দিয়েছে । তবে পুলিশ তল্লাশি অভিযান জারি রেখেছে । অপরদিকে গোটা ঘটনা নিয়ে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা জানান, এদিন সকালে স্থানীয় থানার পুলিশের পেট্রোলিং চলাকালীন সময় উঠে আসে এই সাফল্য । ধৃতদের কাছ থেকে বিভিন্ন ব্যাগ তল্লাশি চালিয়ে উনিশ প্যাকেটে মোট ছয়ষষ্টি কেজি শুঁকনো গাঁজা উদ্ধার করে পুলিশ । যার কালো বাজার মূল্য আনুমানিক সাড়ে তিন লক্ষ টাকা হবে । পুলিশ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে । সোমবার ধৃতদের পুলিশি রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হবে বলেও জানান মহকুমা পুলিশ আধিকারিক।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty + 16 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য