Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদআংশিক বৃষ্টির ছোঁয়ায় স্বমেজাজে ধানের চারা রোপণে ব্যস্ত কৃষকরা

আংশিক বৃষ্টির ছোঁয়ায় স্বমেজাজে ধানের চারা রোপণে ব্যস্ত কৃষকরা


আংশিক বৃষ্টির ছোঁয়া পেয়ে কৃষকেরা স্ব-মেজাজে ধানের চারা রোপণের কাজে ব্যাস্ত হয়ে পড়ে। এমন বাস্তব চিত্র প্রত্যক্ষ করা গেল তেলিয়ামুড়া আর.ডি ব্লকের অধীনস্থ জগন্নাথবাড়ি গ্রাম পঞ্চায়েতের ত্রিশাবাড়ি এলাকা থেকে। শুক্রবার সকালে ওই এলাকায় গিয়ে প্রত্যক্ষ করা গেল ওই এলাকার স্থানীয় উপজাতি রমণীরা ধানি জমিতে রঞ্জিত ধানের চারা গাছ রোপনে ব্যাস্ত। আংশিক বৃষ্টির ছোঁয়া পেয়ে কৃষকদের মুখে হাসি ফুটলো। অগ্রাহায়নের শেষের দিকে ঘরে ধান তোলা যাবে এই আশা নিয়ে ত্রিশাবাড়ী এলাকার চাষী রাধারানী জমাতিয়া নিজ ধানি জমিতে প্রয়োজনীয় শ্রমিক নিয়ে চাষাবাদে ব্যাস্ত হয়ে পড়ে। কারণ বিগত কিছুদিনের আংশিক বৃষ্টির ছোঁয়ায় বেশ উর্বর হয়ে উঠে কৃষি জমি। আর এই সময়টিতেই কৃষকরা ধানের চারা রোপণ করছে ধান জমিতে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight + 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য