Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদরেগার মুজুরি না পেয়ে ক্ষুব্ধ শ্রমিকরা, তালা ঝুলালো এডিসি কার্যালয়ে

রেগার মুজুরি না পেয়ে ক্ষুব্ধ শ্রমিকরা, তালা ঝুলালো এডিসি কার্যালয়ে


রেগার কাজের টাকা না পেয়ে ক্ষুব্ধ রেগার শ্রমিকরা তালা ঝুলিয়ে দিল এ.ডি.সি ভিলেজ কার্যালয়ে। ফলে এ.ডি.সি ভিলেজ কার্যালয়ের কক্ষে দীর্ঘ বেশ কয়েক ঘন্টা তালাবদ্ধ থাকে ভিলেজ কার্যালয়ে কর্মরত কর্মীরা। ঘটনা, তেলিয়ামুড়া আর.ডি ব্লকের অধীন দুস্কি এ.ডি.সি ভিলেজ কার্যালয়ে বুধবার। জানা যায়, চলতি বছরের মার্চ মাসে দুস্কি এ.ডি.সি ভিলেজ কার্যালয়ের অধীন রেগার শ্রমিকরা রেগার কাজ করেছিল দুস্কি এলাকায়। কিন্তু এখনো তাদের কাজের টাকা পায়নি রেগার শ্রমিকরা। বুধবার রেগার কাজের টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে রেগার শ্রমিকরা তালা ঝুলিয়ে দেয় এডিসি ভিলেজ কার্যালয়ে। প্রায় ২৫০ জন রেগার শ্রমিকের রেগার কাজের টাকা এখনো দেওয়া হয়নি। জানা যায়, দুস্কি এ.ডি.সি ভিলেজ কার্যালয়ের অধীন প্রায় ২৫০ জন রেগার শ্রমিকের সর্বমোট প্রায় পাচ লক্ষ টাকা রেগার কাজের পারিশ্রমিক এখনো দেওয়া হয়নি। আর দীর্ঘদিন ধরে রেগার কাজের টাকা না পেয়ে অবশেষে বুধবার ক্ষুব্ধ হয়ে রেগার শ্রমিকরা তালা ঝুলিয়ে দিল দুষ্কি এ.ডি.সি ভিলেজ কার্যালয়ে। এ.ডি.সি ভিলেজ কার্যালয়ের কক্ষে দীর্ঘ ঘন্টা তালাবদ্ধ থাকে ভিলেজ কার্যালয়ে কর্মরত কর্মীরা। দুস্কি এ.ডি.সি ভিলেজ কার্যালয়ের ক্ষুব্ধ রেগার শ্রমিকদের তালা ঝুলিয়ে দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া আর.ডি.ব্লকের অ্যাডিশনাল ভিডিও হরিপদ সরকার সহ তেলিয়ামুড়া থানার পুলিশ ও TSR বাহিনী এবং ক্ষুদ্র রেগার শ্রমিকদের সঙ্গে কথা বলেন ব্লকের আধিকারিক তথা এডিশনাল ভিডিও হরিপদ সরকার। তিনি ক্ষুব্ধ রেগার শ্রমিকদের আশ্বাস দেন অতিদ্রুত তাদের প্রাপ্য রেগার কাজের টাকা তাদের দিয়ে দেওয়া হবে। এ বিষয়ে তেলিয়ামুড়া আর.ডি ব্লকের এডিশনাল ভিডিও হরিপদ সরকার জানান,,,, আগামী ১৫ দিনের মধ্যে রেগার শ্রমিকদের প্রাপ্য টাকা তাদের দিয়ে দেওয়া হবে। কিন্তু ব্লক আধিকারিকের এই আশ্বাসের পরেও ক্ষুব্ধ রেগার শ্রমিকরা তালামুক্ত করেনি দুস্কি এডিসি ভিলেজ কার্যালয়টি। রেগার শ্রমিকদের দাবি লিখিত আকারে তাদের এই আশ্বাস দিতে হবে। এখন এটাই দেখার বিষয় কবে নাগাদ তেলিয়ামুড়া আরডি ব্লক কর্তৃপক্ষ দুস্কি এডিসি ভিলেজের অধীন রেগার শ্রমিকদের রেগার কাজের বকেয়া টাকা পাইয়ে দিতে উদ্যোগ গ্রহণ করে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য