সরকারি চাকুরীর আশায় না থেকে নিজে উদ্যোগী হয়ে বিদেশি প্রজাতির মোরগ, হাঁস এবং ড্রাগন ফলের চাষাবাদ করে বর্তমানে স্বাবলম্বী এক ব্যাক্তি।এই ড্রাগন ফলের চাষাবাদ, বিদেশি প্রজাতির মোরগ এবং হাঁস প্রতিপালন করে নিজের সংসার ধর্ম যেমন প্রতিপালন করছেন তেমনি ভবিষ্যতের জন্য অর্থরাশীও সাশ্রয় করতে পারছেন। ওই ব্যাক্তিটি হলেন তেলিয়ামুড়া মহকুমার ঘীলাতলি এলাকার বাসিন্দা অজিত দাস। এই চাষাবাদ এবং নিজ উদ্যোগী হওয়ার প্রসঙ্গ টেনে চাষী অজিত দাস জানান,,, প্রায় দেড় বছর পূর্বে নিজ উদ্যোগে ড্রাগন ফলের চাষাবাদ শুরু করেছিলেন তিনি। সেইসঙ্গে বিদেশি প্রজাতির মোরগ এবং হাঁস ও পালন শুরু করেন তিনি। প্রায় দেড় বছর পেরিয়ে বর্তমানে তিনি যেমন লাভের মুখ দেখতে পাচ্ছেন তেমনি সংসার ও অনায়াসে প্রতি পালন করছেন। সরকারি চাকুরীর আশায় না থেকে তিনি নিজেই উদ্যোগী হয়ে এই পদক্ষেপ গ্রহণ করে বেশ সাফল্য পেয়েছেন বলে জানান অজিত দাস নামের ওই চাষী। বর্তমানে ওই চাষী রাজ্য প্রশাসনের কাছে আহ্বান জানান ড্রাগন ফল এবং বিদেশি প্রজাতির মোরগ, হাঁস চাষাবাদ ও প্রতি পালনের জন্য বেকার যুবক যুবতীদের যাতে উৎসাহিত করেন।



