Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদআইএলএস হাসপাতালের চিকিৎসা পরিষেবায় সুস্থতার পথে অনন্যা দাস

আইএলএস হাসপাতালের চিকিৎসা পরিষেবায় সুস্থতার পথে অনন্যা দাস

7 দিন আগে জ্বর নিয়ে সাব্রুম মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিল সাব্রুম নিবাসী অনন্যা দাস, যার বয়স 3 বছর 8 মাস। জানা যায় হাসপাতালে থাকাকালীন তার একাধিক মল ত্যাগ হয়েছিল যা রক্তের দাগ ছিল। যার পরে তাকে গোমতি জেলা হাসপাতালে রেফার করা হয়েছিল। সেখানে শিশুটির প্রস্রাবের আউটপুট কমে গিয়েছিল যার জন্য তাকে জি বি হাসপাতালে রেফার করা হয়েছিল। জি বি হাসপাতালে থাকাকালিন অনুরিয়া (প্রস্রাব উৎপাদনে কিডনির ব্যর্থতা) হয়ে যায়, ফলে চিকিৎসা ব্যবস্থাপনায় সাড়া দেয়নি যার জন্য তাকে এই এল এস হাসপাতাল আগরতলায় রেফার করা হয়েছিল। শিশুটি 48 ঘন্টা ধরে অ্যানুরিয়া, সাধারণ শোথ এবং উচ্চ রক্তচাপ নিয়ে ডাঃ. অনুপম মজুমদার (কিডনি রোগ বিশেষজ্ঞ) ও ডাঃ সায়ন ভৌমিক (শিশু রোগ বিশেষজ্ঞ) এর অধীনে ভর্তি হয়। প্রাথমিক রক্তের রিপোর্টে রক্তাল্পতা এবং হিমোলাইসিসের প্রমাণ সহ ক্রিয়েটিনিন>10, ইউরিয়া>300 দেখা যায়। শিশুটিকে সতর্কতামূলক তরল এবং খাদ্য ব্যবস্থাপনা এবং অ্যান্টিহাইপারটেনসিভের উপর চিকিৎসা শুরু করা হয়েছিল এবং ভর্তির দ্বিতীয় দিনে হেমোডায়ালাইসিস দেওয়া হয়েছিল। তাতে ক্রিয়েটিনিন হ্রাস পায়, কিন্তু প্রস্রাবের আউটপুট সন্তোষজনক ছিল না তাই পরবর্তীকালে দ্বিতীয়বার হেমোডায়ালাইসিস দেওয়া হয়েছিল। ধীরে ধীরে শিশুর প্রস্রাবের আউটপুট উন্নত হয়, ইউরিয়া এবং ক্রিয়েটিনিন কমতে শুরু করে ও শোথ কমে যায় তাই ডায়ালাইসিস লাইন এবং ইউরিনারি ক্যাথেটার অপসারণ করা হয়। বর্তমানে শিশুটি নিজে থেকে পর্যাপ্ত পরিমাণে প্রস্রাব করছে, ক্রিয়েটিনিনের প্রবণতা হ্রাস পাচ্ছে, শোথ হ্রাস পেয়েছে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রিত হয়েছে এবং ছুটি করা হয়েছে ।
ত্রিপুরাতে এই প্রথম কোনো শিশুর সফলভাবে ডায়ালাইসিস করানো হয়, শিশু টি এখন সুস্থ আছে তাই রোগীর মা, বাবা ও আত্মীয় পরিজনরা আই এল এস হাসপাতাল, ডা: অনুপম মজুমদার ও ডা: সায়ন ভৌমিককে ধন্যবাদ জানায় ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

13 + eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য