Saturday, January 24, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদশিক্ষক স্বল্পতায় ভুগছে তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের অধীনস্থ লম্বুছড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়

শিক্ষক স্বল্পতায় ভুগছে তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের অধীনস্থ লম্বুছড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়


বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতার কারণে কোন কোন দিন বিদ্যালয়ে পঠন পাঠন হয়, আবার কখনো পঠন পাঠন হয় না। শিক্ষক স্বল্পতার কারণে এমনটা হচ্ছে বলে অভিযোগ দীর্ঘদিনের। ঘটনা তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের অধীনস্ত লম্বুছড়া নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে।
জানা যায়, তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের অধীনস্ত লেম্বুছড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে শিক্ষক সংকট। মাত্র ২ জন শিক্ষক দিয়ে চলছে গোটা বিদ্যালয়ের পঠন পাঠন। এই বিদ্যালয়টিতে পর্যাপ্ত শিক্ষকের অভাবে কোমলমতি ছাত্রছাত্রীদের পর্যাপ্ত শিক্ষার আলো থেকে বঞ্চিত হতে হচ্ছে। আজও গ্রামীন এলাকায় থাকা বিদ্যালয় গুলিতে পাঠরত ছাত্রছাত্রীদের কতটা পর্যাপ্ত শিক্ষাদান করা হচ্ছে, সেটা এলাকাগুলিতে পরিদর্শনে না গেলে বোঝা কষ্টকর। লেম্বুছড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়টিতে দালান বাড়ি, বিদ্যালয়ের শিক্ষা সামগ্রী সহ আসবাবপত্র সবকিছুই রয়েছে। কিন্তু কচিকাঁচা কমলমতি ছাত্র-ছাত্রীরা যাদের কাছ থেকে জীবন গঠনের জন্য মূল্যবান শিক্ষা পাবে তারা হলেন শিক্ষক শিক্ষিকা। আর সেখানে অন্তরায় হয়ে যখন দাঁড়ায় শিক্ষক স্বল্পতা তবে কাদের কাছ থেকে কমলমতি কচিকাঁচা ছাত্র-ছাত্রীরা ভবিষ্যৎ গঠনের জন্য গ্রহণ করবে।
বিদ্যালয়ের এক শিক্ষিকা অভিযোগ করে জানায়,,,, দুজন শিক্ষককেই গোটা বিদ্যালয়ের সমস্ত ক্লাসের ছাত্র-ছাত্রীদের পাঠদান করতে হয়। ফলে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে পাঠ গ্রহণ করার ক্ষেত্রে পর্যাপ্ত শিক্ষক না থাকার কারণে ব্যাঘাত ঘটছে। বিদ্যালয়ের ঐ শিক্ষিকা দাবি করেন যাতে অতিদ্রুত দপ্তর বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতা দূরীকরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।
এখন এটাই দেখার বিষয় কবে নাগাদ তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শক লম্বুছড়া নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের শিক্ষক সংকট দূরীকরণে প্রয়োজনীয় ভূমিকা গ্রহণ করে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen − five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য