আবারো রাজধানীতে উদ্ধার মৃতদেহ, ঘটনা আড়ালিয়া গুরুদাস পাড়ায়। মৃতের নাম অরুন দাস, পেশায় দিনমজুর। জানা যায় গতকাল রাতে অরুন দাস বাড়ি থেকে বের হয়ে যায় এবং সকালে এলাকাবাসী অরুন দাসের মৃতদেহ দেখতে পায়। খবর দেওয়া হয় পুলিশে এবং খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পূর্ব থানার পুলিশ ও সদর এসডিপিও এবং ঘটনার তদন্ত শুরু করেন। তারপর তদন্ত শেষে অরুন দাস এর ছেলেকে গ্রেপতার করেছে পূর্ব থানার পুলিশ। এই দিন ঘটনা সম্পর্কে সদর এস ডি পি ও অনির্বাণ দাস বলেন সকালে একটি খবর এসেছে সাথে সাথে পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেন পারিবারিক বিবাদ ছিলো পিতা ও পুএের মধ্যে তাই ছেলেকে গ্রেপতার করেছে জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু কিভাবে মারা গিয়েছে তার জন্য ফরেন্সিক এর দল আসলেই তা বোঝা যাবে বলে জানান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।



