দেশের যশস্বী প্রধানমন্ত্রীর এক যুগান্তরকারি সিদ্ধান্ত হলো অগ্নিপথ।আজ সারা ভারতে এই অগ্নিপথের পক্ষে এবং বিপক্ষে আন্দোলন গড়ে উঠেছে বিভিন্ন জায়গায়। এই অগ্নিপথ প্রকল্পের ইতিবাচক দিক নিয়ে সারা দেশে বিভিন্ন জায়গায় ভারতীয় যুবকদের বুঝিয়ে চলছেন কিছু সমাজ সচেতন ব্যাক্তিত্ব। বাদ যায়নি উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট রাজ্য ত্রিপুরাও । ত্রিপুরার এক বিশিষ্ট চিত্র শিল্পী ডঃ কুন্তল পাল এবং আন্তর্জাতিক নৃত্য শিল্পী ডঃ রিমা ব্যানার্জী এগিয়ে আসেন এই অগ্নিপথ প্রকল্পকে সাফল্য মন্ডিত করতে। তাদের এই সামাজিক কাজের বার্তা যায় দেশের প্রধানমন্ত্রীর দফতর পর্যন্ত । এর ফল স্বরূপ 18/07/22 তারিখে ত্রিপুরা মহাকরণে মাননীয় মন্ত্রী শ্রী মনোজ কান্তি দেব প্রধানমন্ত্রী দফতর থেকে আসা দুটি প্রশংসা পত্র ডক্টর রিমা ব্যানার্জী ও ডক্টর কুন্তল পাল এর হাতে তুলে দেন, এবং ডক্টর রিমা ব্যানার্জী জানান ভারতবর্ষের বাইরেও বিভিন্ন দেশে এই প্রকল্পটি অনেক আগেই চালু হয়ে গেছে। ফলে ভারতে এই প্রকল্প দ্রুত কার্যকরী করার জন্য সবার সহযোগিতা একান্ত কাম্য।



