চান্দিনা মুড়া এলাকায় দ্বীপজ্যোতি দাস নামে ২৮ বছরে এক যুবককে বেধড়ক মারধর করে ইন্দ্রজিৎ এবং জহর নামে দুই যুবক। যানা যায় দ্বীপ জ্যোতি দাস নামে ওই যুবক তার মোটরসাইকেলটি নিয়ে ইন্দ্রজিতের দোকানের সামনে রাখে এরই মধ্যে দোকান মালিক ইন্দ্রজিৎ বাইক রাখতে নিষিদ্ধ করেন। এই বিষয় নিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক হয় ইন্দ্রজিৎ এবং জহর দুই যুবক দ্বীপজ্যোতি দাস কে বেধড়ক মারধর করে।পরে তাকে উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে। আহত যুবকের পক্ষ থেকে দুইজনের বিরুদ্ধে জি বি পুলিশ ফাড়ি তে মামলা করা হয়,এখন দেখার বিষয় পুলিশ তাদের বিরুদ্ধে কতটুকু অইনত ব্যবস্থা গ্রহণ করেন।



