Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদতিপ্রামথা দলকে আরো শক্তিশালী করার লক্ষ্যে আগরতলার মানিক্য কোর্টে অনুষ্ঠিত হলো দলীয়...

তিপ্রামথা দলকে আরো শক্তিশালী করার লক্ষ্যে আগরতলার মানিক্য কোর্টে অনুষ্ঠিত হলো দলীয় সাংগঠনিক বৈঠক

শুক্রবার আগরতলার মানিক্য কোর্টে তিপ্রামথার দলের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়। এই দিনের সাংগঠনিক বৈঠকে উপস্তিত ছিলেন তিপ্রামথার চেয়ারম্যান তথা এম তি সি মহারাজা প্রদ্যোত কিশোর দেববমা তা ছাড়াও উপস্তিত ছিলেন তিপ্রামথার সভাপতি বিজয় কুমার রাংখল,টি টি এডিসি সি ই এম পূর্ণ চন্দ্র জমাতিয়া,টিটিএডিসি চেয়ারম্যান জগদীশ দেববমা, সহ অন্যান এম ডি সি ও তিপ্রামথার নেতৃত্ব রা। এই দিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে তিপ্রামথার চেয়ারম্যান তথা এম ডি সি মহারাজা প্রদ্যোত কিশোর দেববমা বলেন দল কে আরো মজবুত করার লক্ষে পাশাপাশি গ্রামে গ্রামে গিয়ে জনগন কে বুঝাবেন তিপ্রামথা যেই দাবি নিয়ে অন্দোলনে সামিল হয়েছেন সেটা কোন জাতির জন্য নয় অধিকারের জন্য লড়াই বলে জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য