সকাল থেকে সি.এন.জি স্টেশনে লাইন ধরে দাঁড়িয়েও গ্যাস না পেয়ে অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙ্গে পথ অবরোধে শামিল যান চালকেরা। ঘটনা তেলিয়ামুড়া হাওয়াইবাড়ি স্থিত সি.এন.জি স্টেশন এলাকায় বুধবার। খবরে জানা যায়, তেলিয়ামুড়া থানা এলাকার হাওয়ায় বাড়ি এলাকায় সকাল থেকে এলাকার বেকার যুবকেরা নিজেদের কর্মসংস্থানের দাবিতে সি.এন.জি স্টেশনে গ্যাস পরিষেবা বন্ধ রাখে। ফলে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকে যানচালকেরা। প্রথমে তাদের আশ্বস্ত করা হয় যে, লাইনে দাঁড়ানোর পর বেলা ১১ টার পর থেকে গ্যাস প্রদান করা হবে। কিন্তু একটা সময় তাদের জানিয়ে দেওয়া হয় আজ গ্যাস প্রদান করা হবে না। ফলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা যানচালকদের ধৈর্যের বাঁধ ভেঙ্গে যায় এবং তারা পথ অবরোধে শামিল হয়। ঘটনার খবর যায় তেলিয়ামুড়া থানায়, ছুটে আসে পুলিশ।
দীর্ঘক্ষণ চলে এ বিষয় নিয়ে আলোচনা। অপরদিকে সি.এন.জি স্টেশন সূত্রে বেকার যুবকদের জানানো হয় যে আগামী এক সপ্তাহের মধ্যে তাদের কর্মসংস্থানের জন্য সি.এন.জি ম্যানেজিং ডাইরেক্টরের সঙ্গে কথা বলে তাদের জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা হবে। এরপর বেকার যুবকরা সি.এন.জি স্টেশন থেকে সরে দাঁড়ালে পুনরায় সি.এন.জি স্টেশনে গ্যাস দেওয়া শুরু হয় এবং পথ অবরোধ মুক্ত হয়।



