Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদসিএনজি স্টেশনে নিয়োগ হচ্ছে বাঁকা পথে অভিযোগ স্থানীয় বেকারদের

সিএনজি স্টেশনে নিয়োগ হচ্ছে বাঁকা পথে অভিযোগ স্থানীয় বেকারদের


স্থানীয় বেকার যুবা-যুবতীদের কর্মসংস্থানে ব্রাত্য রেখে সি.এন.জি কর্তৃপক্ষ বাঁকা পথে বহিরাগতদের নিয়োগ করছে বলে অভিযোগ। এ নিয়ে বুধবার সকাল থেকেই তেলিয়ামুড়া হাওয়াইবাড়ি স্থিত সি.এন.জি স্টেশনে জড়ো হতে থাকে স্থানীয় বেকার যুবকরা। এবং সি.এন.জি কর্তৃপক্ষ’কে বেকার যুবকদের পক্ষ থেকে জানানো হয় যতক্ষণ না পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তাদের কথাবার্তা হবে এবং কর্তৃপক্ষ বেকার যুবকদের নিয়ে যতক্ষণ না পর্যন্ত কিছু পদক্ষেপ গ্রহণ করবে তত সময় পর্যন্ত যেন সি.এন.জি গ্যাস প্রদান পরিষেবা বন্ধ রাখে। ফলে বুধবার সকাল থেকেই সি.এন.জি গ্যাস নিতে আসা যানচালকদের দুর্ভোগ চরমে পৌঁছায়। এদিকে সি.এন.সি গ্যাস পরিচালিত বিভিন্ন যানবাহন গ্যাস নেওয়ার জন্য দিন সকাল থেকেই দীর্ঘ লাইন পরিলক্ষিত হয় হাওয়াইবাড়ি এলাকায়। কিন্তু সি.এন.জি কর্তৃপক্ষ স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের বিষয়টি ললিপপের মতো ঝুলিয়ে রাখে। যার ফলে স্থানীয় বেকার যুবকদের মধ্যে চাপা ক্ষোভ চলছিল এতদিন কিন্তু বুধবার সকালে চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। এখন দেখার বিষয়, সি.এন.জি কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য