Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদনেশা সামগ্রী বিক্রয় কান্ডের সাথে জড়িত পিতা ও পুত্রকে হাতেনাতে ধরল সচেতন...

নেশা সামগ্রী বিক্রয় কান্ডের সাথে জড়িত পিতা ও পুত্রকে হাতেনাতে ধরল সচেতন এলাকাবাসী


পুলিশের ঢিলে ঢালা ব্যবস্থার কারণে ড্রাগসের রমরমা বাণিজ্য তেলিয়ামুড়া জুড়ে অথর্বের ভূমিকায় পুলিশি প্রশাসন। খবরে প্রকাশ দীর্ঘ কয়েক বছর যাবত ড্রাগসের করার গ্রাসে ধ্বংসের পথে তেলিয়ামুড়া যুবসমাজ। প্রকাশ্য জাতীয় সড়কের পাশে দোকানে পিতা পুত্র মিলে ড্রাগসের অবৈধ ব্যবসা করে চললে ও কোন হেলদোল নেই পুলিশ প্রশাসনের। বহুবার এলাকাবাসী আটক করে তাদের থানায় দিলেও কিছুদিন বাদেই কোনক্রমে পার পেয়ে যাচ্ছে তারা। ফলে থানা থেকে বেরিয়ে পুনরায় এই অবৈধ ব্যবসা জারি রাখছে পিতা জহর সাহা ও পুত্র অজয় সাহা। সোমবার এক যুবকের কাছে ড্রাগস বিক্রি করার সময় হাতে নাতেই সেই পিতা পুত্র এবং সেই যুবককে আটক করে আশেপাশের ব্যবসায়ী সহ সচেতন জনগণ। তাদেরকে উত্তম মধ্যম দেয় এবং সেই দোকান ভাঙচুর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরবর্তীতে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। এখন দেখার তাদের উপযুক্ত শাস্তি হয় কিনা, নাকি থানা বাবুদের মুন্সিয়ানাতে এবারও পার পেয়ে যাবে!

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 + eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য