সংবাদে প্রকাশ, তেলিয়ামুড়া গৌরাঙ্গটিলা টেলিফোন এক্সচেঞ্জ চৌমুহনীতে বিদ্যুৎ দপ্তরের একটা বিশালপ্রকার ট্রান্সফরমার দীর্ঘদিন যাবত কোন প্রকার বেরিকেট ছাড়া খোলামেলা অবস্থায় রয়েছে, এ নিয়ে বহু বার বিদ্যুৎ দপ্তরকে অবগত করা হলেও কোন হেলদোল নেই তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের। আজ অর্থাৎ সোমবার একটি গবাদি পশু সেই বৈদ্যুতিক ট্রান্সফরমারে লেগে ঘটনাস্তলেই মারা যায়। এই বিষয়ে এলাকাবাসীর তীব্র ক্ষুভ দেখা দেয়। যদিও এই ট্রান্সফরমারে ব্যারিকেড দেওয়ার জন্যে বহুবার এলাকাবাসীদের তরফ থেকে বিদুৎ দপ্তরকে বলা হলেও কোন ব্যাবস্থায় গ্রহণ করেনি বিদ্যুৎ দপ্তর। আর দপ্তরের এই গাফিলতিতে এক অবলা প্রাণীর মৃত্যু হল। এইবার দেখার একটি অবলা প্রাণীর মৃত্যুর পরে টনক নড়ে কিনা দপ্তরের।।



