Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদতেলিয়ামুড়া পূর্ত দপ্তরের সরকারি আবাস তীব্র পানীয় জলের সঙ্কট

তেলিয়ামুড়া পূর্ত দপ্তরের সরকারি আবাস তীব্র পানীয় জলের সঙ্কট


তেলিয়ামুড়া পূর্ত দপ্তরের সরকারি আবাস গুলিতে তীব্র পানীয় জলের সঙ্কট। একদিকে প্রখর রৌদ্র তপ্ত দিনে এমনিতেই হাঁসফাঁসের অবস্থা সাধারণ মানুষজনের তার উপর আবার পানীয় জলের তীব্র সঙ্কট। জল প্রেরণ করার জন্য তিন তিনজন পাম্প অপারেটর থাকলেও নিত্যদিন জল সরবরাহ করা হচ্ছে না বলে অভিযোগ।
খবরে প্রকাশ, তেলিয়ামুড়া পূর্ত দপ্তরের সরকারি আবাসন গুলিতে বিগত বহুদিন ধরে তীব্র পানীয় জলের সঙ্কট চলছে তিন তিন জন পাম্প অপারেটরদের বদান্যতায়। জানা গেছে,, পাম্প অপারেটরের কাজে নিযুক্ত তিনজন রয়েছে তারা হলেন,, কৃষ্ণ দেববর্মা; অভিচরন দেববর্মা এবং নির্মল দেববর্মা। অভিযোগ, নিত্যদিন তিন তিনজন গুণধর পাম্প অপারেটর সময় মতো কর্মস্থলে আসেন না। যার ফলে পূর্ত দপ্তরের সরকারি আবাসন গুলিতে তীব্র পানীয় জলের সঙ্কট চলছে, বিশেষ করে ৮ থেকে ৯ পরিবারের মধ্যে।
রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের সময়ের কাজ সময়ে শেষ করার জন্য করা নিষেধাজ্ঞা জারি করা হলেও বর্তমান সময়কালে সেই নিষেধাজ্ঞা যেন ফিকে হয়ে যাচ্ছে। ফলে মাফিক সরকারি কর্মচারীরা নিজ নিজ কর্মস্থানে নিজ মরছি মাফিক চালাচ্ছে বিভিন্ন সরকারি অফিসগুলো। এক্ষেত্রে রাজ্য সরকার যদি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে তবে হয়তো’বা সরকারি কর্মচারীরা পুরনো ছন্দে ফিরে আসতে পারে এবং কাজেরও গতি আসতে পারে বলে মনে করছেন একাংশ মহল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ten + twelve =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য