শনিবার রাতে বাড়ি ফেরার পথে বড়জলা মহান ক্লাব এলাকায় এক বিজেপি কর্মীকে মারধর করে বেশ কয়েকজন যুবক এতেই আহত হন বরুন তাতি নামে ৩৯ বছরের ওই যুবক। এমনকি ওনার স্ত্রী কেও মারধর করে বলে অভিযোগ করেন তিনি পড়ে অভিযুক্তদের নাম ধাম দিয়ে পশ্চিম থানায় মামলা দায়ের করে ওই যুবক তিনি সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে বলেন রাএি ১১টা সময় রাস্তা আটকিয়ে মারধর করে রক্তাত করে সাথে সাথে আই জি এম হাসপাতালে গিয়ে চিকিৎসা করিয়ে বাড়িতে আসার সময় তাকে আবার মারধর করে এমন কি তার, স্ত্রী তাকে বাঁচাতে গেলে তার স্ত্রী কে ও মারধর করে, অমিত দেবনথ, মন্টু দেবনাথ, সঞ্জীব দেবনাথ,সহ চারজন পুলিশের কাছে সুস্থ বিচারের দাবি জানান তিনি।



