Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখরস্রোতা ঝরঝরিয়া ছড়ার কারণে কমল সিং পাড়াতে হলো না যাতায়াতর জন্য স্থায়ী...

খরস্রোতা ঝরঝরিয়া ছড়ার কারণে কমল সিং পাড়াতে হলো না যাতায়াতর জন্য স্থায়ী সমাধান


খরস্রোতা ঝরঝরিয়া ছড়ার কারণে কমল সিং পাড়াতে যাতায়াত করার জন্য স্থায়ী সমাধান হলো না বর্তমান কালেও। ঘটনা তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামি ব্লকের অধীনস্থ দক্ষিণ গকুলনগর এডিসি ভিলেজের কমল সিং পাড়ায়। বর্তমানে দক্ষিণ গকুলনগর এডিসি ভিলেজের কমল সিং পাড়াতে ৩০ থেকে ৩৫টি পরিবারের বসবাস। এই এলাকার প্রত্যেকটি পরিবারই কৃষির উপর নির্ভর করে জীবন জীবিকার মান নির্বাহ করে আসছে। স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ মূলে জানা যায়, তেলিয়ামুড়ার সাথে কমল সিং পাড়ার যোগাযোগের জন্য একটিমাত্র রাস্তা রয়েছে। সেই রাস্তাটিও ভগ্ন দশাগ্রস্ত।এলাকায় খরস্রোতার ঝরঝরিয়া ছড়ার বাঁশের সাঁকো উপর উপর দিয়ে এলাকার ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সকলে জীবন ঝুঁকি নিয়ে যাতায়াত করে। এই পথ দিয়ে ওই এলাকার বসবাসকারী উপজাতি অংশের মানুষেরা কৃষিজ ফসল তেলিয়ামুড়া বাজারে বাজারজাত করে থাকে। কিন্তু বর্তমান কালে ভারী বর্ষনে সেই বাঁশের সাঁকোটি ছড়ার জলে তলিয়ে যায়। এতে এলাকাবাসী দের দুর্ভোগ চরম আকার ধারণ করে যাতায়াত করার ক্ষেত্রে। এই অবস্থায় এলাকার মানুষজন সহ ছাত্র-ছাত্রীরা যাতায়াত করতে হচ্ছে ছাড়ার জল পথে। স্বাভাবিক ভাবে তাদের জীবন ঝুঁকি থেকে যায় যাতায়াতে ক্ষেত্রে। অন্যদিকে এই কমল সিং পাড়াতে বহু পরিবার নিজেদের ঘরে যাতায়াত করতে হচ্ছে ছড়ার জল পথে মধ্য দিয়ে রাস্তা না থাকার কারণে। এই দুরবস্থায় এলাকাবাসীদের দাবি অতিদ্রুত ঝরঝরিয়া ছড়ার উপর সেতু সহ কমল সিং পাড়াতে যাতায়াতের রাস্তাঘাট সংস্কার করে দেওয়া হয়। কারণ তারাও চায় শহর বাসীদের মত দ্রুত যাতায়াত করার জন্য। অপরদিকে কমল সিং এলাকার রাস্তাঘাট সংস্কার এবং ঝরঝরিয়া ছড়ার উপর সেতু নির্মাণ হলে এলাকার মানুষজনেরা দ্রুত তেলিয়ামুড়াতে যেমন আসতে পারবে তেমনি প্রশাসনিক সুযোগ-সুবিধা গুলিরও অতি সহজেই তারা সুবিধা পাবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 + eighteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য