Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদস্বপ্ন পূরণ হলো কৈলাশহরবাসীর ঊনকোটি জেলা হাসপাতালে চালু হলো সিটি স্ক্যান পরিসেবা

স্বপ্ন পূরণ হলো কৈলাশহরবাসীর ঊনকোটি জেলা হাসপাতালে চালু হলো সিটি স্ক্যান পরিসেবা

রাজ্যের প্রাক্তন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কথামতো অবশেষে দীর্ঘদিনের কৈলাহরবাসীর স্বপ্ন পূরণ হলো। কৈলাসহরের ভগবান নগর এলাকায় অবস্থিত ঊনকোটি জেলা হাসপাতালে সিটি স্ক্যান পরিসেবা চালু হলো। এরফলে কৈলাসহরবাসী সহ গোটা ঊনকোটি জেলাবাসী এই পরিসেবায় উপকৃত হবেন। উল্লেখ্য, রাজ্যের প্রাক্তন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গত ২০২০সালের আগস্ট মাসে কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালের চিকিৎসা পরিসেবা পরিদর্শন করার সময় কৈলাসহর পুর পরিসদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে জেলা হাসপাতালে সিটি স্ক্যান পরিসেবা চালু করার জন্য দাবি করেছিলেন। ভাইস চেয়ারম্যান নীতিশ দের কথা শোনে সেইসময় বিপ্লব কুমার দেব কথা দিয়েছিলেন যে, খুব শীঘ্রই জেলা হাসপাতালে সিটি স্ক্যান পরিসেবা চালু করার জন্য চেস্টা করবেন। এবং বাস্তবে জেলা হাসপাতালে সিটি স্ক্যান পরিসেবা চালুও হলো। জেলা হাসপাতালে এক অনুস্টানের মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্য ন্যাশনাল স্বাস্থ্য মিশনের অধিকর্তা Dr. Siddharth Shiv Jaiswal -এর হাত ধরে সিটি স্ক্যান পরিসেবার উদ্ধোধন হলো। উদ্ধোধনী অনুস্টানে মিশন অধিকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিসদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে, কৈলাসহরের বিশিষ্ট সমাজসেবী রঞ্জন সিনহা, জেলা হাসপাতালের মেডিকেল সুপারিন্টেনডেন্ট সোমেন্দ্র দেববর্মা সহ আরও অনেকে। রাজ্যের স্বাস্থ্য দপ্তর এক বেসরকারি সংস্থার মাধ্যমে এই পরিসেবা চালু করেছে। এই বেসরকারি সংস্থার কর্ণধার ডাঃ অচিন্ত্য ভট্টাচার্য সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে, কৈলাসহর তথা গোটা ঊনকোটি জেলার মানুষ এই জেলা হাসপাতাল থেকে বিনামূল্যে সিটি স্ক্যান পরিসেবা পাবেন। সাধারণ মানুষকে সিটি স্ক্যান করাতে গিয়ে কোনো টাকা পয়সা দিতে হবে না। তাছাড়াও উনি জানান যে, মুলত চলতি বছরের আটাশ মে থেকে ঊনকোটি জেলা হাসপাতালে ট্রায়াল রানের মাধ্যমে সাধারণ মানুষেরা সিটি স্ক্যান পরিসেবা পেয়ে যাচ্ছেন। আজ থেকে অফিসিয়ালি এই পরিসেবা চালু করা হয়েছে। ডাঃ অচিন্ত্য ভট্টাচার্য আরও বলেন যে, করোনা ভাইরাসের মহামারীর জন্য এই পরিসেবা চালু করতে এক বছর সময় বেশি লেগেছে। তানাহলে, আরও এক বছর আগেই ঊনকোটি জেলা হাসপাতালে সিটি স্ক্যান পরিসেবা চালু হয়ে যেত। গত আটাশ মে থেকে ট্রায়াল রানে মোট ২২৫০জন সিটি স্ক্যান করেছেন। এর মাধ্যমেই বুঝা যায় যে, সাধারণ মানুষের কাছ থেকে ভালোই সাড়া পাওয়া যাচ্ছে বলে ডাঃ অচিন্ত্য ভট্টাচার্য জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য