বর্তমান সভ্য সমাজ ব্যাবস্থার যুগে দাঁড়িয়েও মানুষজন নাবালিকা বিবাহের মতো অপরাধ থেকে কোনভাবেই বিরত থাকতে পারছে না। শুক্রবার তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন, চাইল্ড লাইন এবং তেলিয়ামুড়া থানার পুলিশের তৎপরতায় এক নাবালিকার বিয়ে আটকে দিল প্রশাসন। ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকার তৃষা বাড়ি এলাকায়।
ঘটনার বিবরণ দিয়ে ডি.সি.এম অমল পাল জানিয়েছেন,,, শুক্রবার বিকেলে গোপনে মহকুমা প্রশাসনের নিকট একটি খবর আসে তেলিয়ামুড়া তৃষা বাড়ি এলাকার জনৈক এক ব্যাক্তির ১৫ বছর বয়সী নাবালিকা কন্যার সঙ্গে আগরতলা এলাকার এক জাতির মেরুদণ্ড শিক্ষকের সঙ্গে শুক্রবার তৃষা বাড়ি এলাকার জনৈক ব্যাক্তির নিজ বাসভবনে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার বিকেল নাগাদ আচমকাই মহকুমা প্রশাসন ও চাইল্ড লাইনের একটি প্রতিনিধি দল পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে সেই বাড়িতে উপস্থিত হয়। তখন ওই বাড়িতে প্রশাসনের এই প্রতিনিধি দলের উপস্থিতি টের পেয়ে নাবালিকা কন্যাকে নাবালিকা কন্যার মা বাড়ি থেকে গা ঢাকা দেয়। তখন বাড়িতে উপস্থিত অন্যান্য নিকট আত্মীয়-স্বজনদের কাছে মহাকুমা প্রশাসন জানতে চাইলে তারা ভুল তথ্য দিয়ে প্রশাসনকে বিভ্রান্ত করার চেষ্টা করে বলে জানা যায়। তাছাড়া ডি.সি.এম অমল পাল জানিয়েছেন,, নাবালিকা কন্যার পরিবারের পক্ষ থেকে কোন প্রকার সহায়তা করা হয়নি প্রশাসনের এই প্রতিনিধি দলটির সঙ্গে। উল্টো প্রশাসনের এই প্রতিনিধি দলটি’কে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে বলে খবর। একটা সময় প্রশাসনের এই প্রতিনিধি দলটি নাবালিকা কন্যার পিতা ও মাকে না পেয়ে নিকট আত্মীয়দের কাছে অনুরোধ জানায় যাতে নাবালিকা কন্যার যেন বিবাহ না দেওয়া হয় নতুবা প্রশাসন আইনানুযায়ী ব্যাবস্থা গ্রহণ করবে। তবে বলা চলে তেলিয়ামুড়া জুড়ে ইদানিং কালে নাবালিকা বিবাহ বর্তমানে অলিতে গলিতে হু হু করে বৃদ্ধি পাচ্ছে। এর মূল কারণ শিক্ষার অভাব।



