দক্ষিণ ত্রিপুরা জেলার পাইখলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অওতাধীন দক্ষিণ ভারতচন্দ্রনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গত ২৮ জুন বিদ্যালয়ের মোট ৫৯ জন ছাত্র – ছাত্রীকে কোডিড -১৯ টিকাকরণ করা হয় । এর মধ্যে ১৬ জনকে প্রথম ডোজ এবং ৪৩ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয় । স্বাস্থ্যকর্মীরা উক্ত টিকাকরণের পাশাপাশি কোভিড -১৯ সংক্রমণ প্রতিরোধ করতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পরামর্শ প্রদান করেন । উক্ত টিকাকরণ কর্মসূচি পরিচালনা করেন কমিউনিটি হেলথ অফিসার চিরঞ্জীব দত্ত ও এমপিডব্লিউ সৈকত রায় এবং অন্যানা স্বাস্থ্যকর্মীরা । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিছে এই সংবাদ জানানো হয়ে **