রেললাইনে প্যানেল তথা রেল ট্রেক ব্লক হয়ে যাওয়াতে আগরতলা শিলচর গামী রেল ৩০ মিঃ বিলম্ব, ফলে যাত্রী দুর্ভোগ চরমে ছিল। এমনটাই দৃশ্য প্রত্যক্ষ করা গেল বৃহস্পতিবার তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি স্থিত রেলস্টেশনে। জানা গেছে, আগরতলা থেকে শিলচরের উদ্দেশ্যে যাওয়ার পথে তেলিয়ামুড়া রেল স্টেশনে এসে যাত্রীবাহী রেল আচমকাই থমকে যায়। ফলে যাত্রীদের মধ্যে দেখা দেয় চরম ক্ষোভ এবং ভোগান্তি। পরবর্তীতে ঘটনার কারণ অনুসন্ধানে গিয়ে জানা যায় আগরতলা থেকে যাত্রী নিয়ে শিলচর গামী রেলের প্যানেল তথা রেল ট্রেক আচমকাই ব্লক হয়ে যায়। ফলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীবাহী রেল টিকে। একটা সময় যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করে। যদিও রেল কর্মীরা তড়িঘড়ি হাত লাগায় সারাইয়ের কাজে। দীর্ঘ প্রায় ৩০ মিনিট পর পুনরায় সচ্ছল হয় আগরতলা থেকে শিলচরগামী যাত্রীবাহী রেল টি। একটি সূত্র মারফত জানা যায়, রেলের প্যানেল তথা রেল ট্রেক’টি লক করে দেওয়ার কারণেই পুনরায় রেল চলাচল স্বাভাবিক হয়। যদিও রেল দপ্তর যান্ত্রিক গলযুগের ব্যাপারটি ওয়াকিবহাল না থাকার কারণেই এমন দুর্ভোগ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।