১৫ বছরের এক স্কুল পড়ুয়া ছাত্র ফাঁসিতে আত্নঘাতী হওয়ার পর জি.বি.পি তে যাওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করল । আত্মঘাতী স্কুল পড়ুয়া ছাত্রের নাম ত্রিশাঙ্ক পাল। এবার এমনই এক রোমাঞ্চকর ঘটনা ঘটলো তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর এলাকায় ।
জানা যায়, পারিবারিক কোনো এক বিষয়কে কেন্দ্র করে সঞ্জীত পালের ছেলে বয়স ১৫ -এর ত্রিশাঙ্ক পাল নিজ বাড়ির কোনো এক ঘরে বাড়ির লোকেদের অজান্তে ফাঁসিতে আত্নহত্যার দড়িতে ঝুলে পড়ে। কিছুক্ষণ পর বাড়ির লোকেরা ত্রিশাঙ্কর কোন সাড়া শব্দ না পেয়ে তার ঘরের মধ্যে ঢুকে দেখতে পায় ফাঁসির দড়িতে ঝুলন্ত অবস্থায় রয়েছে সে। পরে বাড়ির লোকেরা ঝুলন্ত অবস্থায় থেকে তরিঘরি উদ্ধার করে তাকে তেলিয়ামূড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তেলিয়ামুড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকা জনক হওয়াতে জি.বি.পি হাসপাতালে রেফার করে দেয়। তবে জি.বি.পি হাসপাতালে পৌঁছার আগেই ত্রিশাঙ্ক পাল মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার অস্বাভাবিক মৃত্যুতে গোটা শান্তিনগর এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে।।



