তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং পানিসাগর নগর পঞ্চায়েতের সহযোগিতায় গতকাল সাহিত্য সম্রটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন করা হয় । পানিসাগর টাউন হলে আয়োজিত উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক অনুষ্ঠানের সূচনা । উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বিনয় ভূষণ দাস , উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সদসা ৷ মৌসুমি দেবনাথ , জেলা শিক্ষা আধিকারিক কার্যালয়ের আধিকারিক সমীর রঞ্জন নাথ প্রমুখ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন অনুরাধা দাস । উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন পানিসাগর কালচারাল সেলের শিল্পীগণ । স্বাগত ভাষণ রাখেন জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের de 2 সহ অধিকর্তা চন্দন সরকার । অনুষ্ঠানে অতিথিগণ বঙ্কিমচন্দ্রের জীবনী ও সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে * আলোচনা করেন অনুষ্ঠানের শুরুতে উদ্বোধক সহ অন্যান্য অতিথিগণ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন । অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । এছাড়া পানিসাগর টাউনহল প্রাঙ্গণে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় । অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীগণ সংগীত ও নাটক পরিবেশন করেন পানিসাগর চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী



