সিপাহীজলা জেলার আওতাধীন সোনামুড়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত ময়নামা উপস্বাস্থ্যকেন্দ্রে গত ২৩ জুন কোভিড -১৯ টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় । এদিন এই টিকাকরণ কর্মসূচিতে মোট ৫৫ জনকে কোভিড -১৯ টিকা দেওয়া হয় । এর মধ্যে ১২ থেকে ১৪ ঊর্ধ্বে প্রথম ডোজ ১৩ জনকে এবং দ্বিতীয় ডোজ ১৯ জনকে , ১৫ থেকে ১৮ ঊর্ধে প্রথম ডোেক্ত নয়জনকে , দ্বিতীয় ডোজ ১১ জনকে , ১৮ থেকে ৫৯ এর মধ্যে প্রথম ডোজ একজনকে এবং ষাটোয় দুইজনকে কোভিড -১৯ টিকা দেওয়া হয় । এই টিকাকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এমপিডব্লিও রাকেশ দাস ও এলাকার আশাকর্মীরা স্বাস্থ্যকর্মীরা টিকাকরণের পাশাপাশি কোভিড -১৯ সংক্রমণ থেকে রক্ষা পেতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান করেন



