ধলাই জেলার মনুঘাট সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন জামিরছড়া হেলথ এন্ড ওয়েলনা।স সেন্টারের অন্তর্গত কাইরাম পাড়ায় গত ২০ জুন ম্যালেরিয়া সনাক্তকরণে মাস স্ক্রিনিং ও এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত । উক্ত শিবিরে এলাকার মোট ৬২ জনকে স্বাস্থ্যকর্মীরা ম্যালেরিয়া সনাক্তকরণের লক্ষ্যে আরডি কিট দ্বারা রক্তের নমুনা পরীক্ষা করেন । তাতে তিন জনের শ্রীরে ম্যালেরিয়ার পারসাইট পাওয়া C যায় । এছাড়াও এদিন স্বাস্থ্যকর্মীরা প্রত্যেককে স্বাস্থ্য পরীক্ষা করে বিনামুল্যে ঔষধ প্রদানের পাশাপাশি ম্যালেরিয়া , ডেঙ্গু ডায়রিয়া ও কোভিড- ১৯ থেকে রক্ষা পাবার উপায় নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন । তাছাড়া কোভিড -১৯ টিকা প্রদানের জন্য বাড়ি বাড়ি দস্তক অভিযান করছেন । তাতে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীর । নবজাত শিশুর যত্ন নেওয়া , ডেঙ্গ ও ম্যালেরিয়া প্রতিরোধে ঘুমানোর সময় মশারী ব্যবহার করা , বাড়ির আশপাশ পরিষ্কার রাখা , ডিটিটি স্প্রে করা ও জ্বর হলে অবশ্যই হাসপাতালে গিয়ে ম্যালেরিয়া পরীক্ষা করার জন্য আহ্বান জানান । উক্ত কর্মসূচিতে স্বাস্থ্যকেন্দ্রের এমপিডব্লিও মিশ্রয় দেববর্মা , সলেয় দেব , আশাফেসিলেটটর অরণ্য দেববর্মা ও আশাকর্মী ভিবিতা ত্রিপুরা অংশগ্রহণ করেন



