Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদকাইরাম পাড়ায় ম্যালেরিয়া সনাক্তকরণে মাস স্ক্রিনিং

কাইরাম পাড়ায় ম্যালেরিয়া সনাক্তকরণে মাস স্ক্রিনিং

ধলাই জেলার মনুঘাট সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন জামিরছড়া হেলথ এন্ড ওয়েলনা।স সেন্টারের অন্তর্গত কাইরাম পাড়ায় গত ২০ জুন ম্যালেরিয়া সনাক্তকরণে মাস স্ক্রিনিং ও এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত । উক্ত শিবিরে এলাকার মোট ৬২ জনকে স্বাস্থ্যকর্মীরা ম্যালেরিয়া সনাক্তকরণের লক্ষ্যে আরডি কিট দ্বারা রক্তের নমুনা পরীক্ষা করেন । তাতে তিন জনের শ্রীরে ম্যালেরিয়ার পারসাইট পাওয়া C যায় । এছাড়াও এদিন স্বাস্থ্যকর্মীরা প্রত্যেককে স্বাস্থ্য পরীক্ষা করে বিনামুল্যে ঔষধ প্রদানের পাশাপাশি ম্যালেরিয়া , ডেঙ্গু ডায়রিয়া ও কোভিড- ১৯ থেকে রক্ষা পাবার উপায় নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন । তাছাড়া কোভিড -১৯ টিকা প্রদানের জন্য বাড়ি বাড়ি দস্তক অভিযান করছেন । তাতে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীর । নবজাত শিশুর যত্ন নেওয়া , ডেঙ্গ ও ম্যালেরিয়া প্রতিরোধে ঘুমানোর সময় মশারী ব্যবহার করা , বাড়ির আশপাশ পরিষ্কার রাখা , ডিটিটি স্প্রে করা ও জ্বর হলে অবশ্যই হাসপাতালে গিয়ে ম্যালেরিয়া পরীক্ষা করার জন্য আহ্বান জানান । উক্ত কর্মসূচিতে স্বাস্থ্যকেন্দ্রের এমপিডব্লিও মিশ্রয় দেববর্মা , সলেয় দেব , আশাফেসিলেটটর অরণ্য দেববর্মা ও আশাকর্মী ভিবিতা ত্রিপুরা অংশগ্রহণ করেন

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty − eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য