বুধবার রাজধানী আগরতলা মুক্তধারা অডিটোরিয়াম হলে ত্রিপুরা ই রিক্সা শ্রমিক সংঘের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা ই- রিক্সা শ্রমিক সংঘের রাজ্য সভাপতি সবুজ সরকারসহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সভাপতি জানান বি এম এস অনুমোদিত প্রতিটি সংগঠনেরই নিয়ম রয়েছে প্রতি তিন বছর অন্তর অন্তর সম্মেলন করা, তারই পরিপ্রেক্ষিতে আজ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং এই সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করে আগামী তিন বছরের কর্মসূচি যা রয়েছে তা পূরণ করা হবে বলে। এদিনের সম্মেলনে সংগঠনের কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।



