Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদদূরপাল্লার কন্টেনার গাড়ি থেকে বাজেয়াপ্ত বিপুল পরিমাণে শুকনো গাঁজা

দূরপাল্লার কন্টেনার গাড়ি থেকে বাজেয়াপ্ত বিপুল পরিমাণে শুকনো গাঁজা

হাওয়াই বাড়ি নাকা পয়েন্ট থেকে ৪৩৪ কেজি শুকনো গাঁজা উদ্ধারের ১২ ঘন্টা যেতে না যেতেই ফের তেলিয়ামুড়া থানার পুলিশ একটি দূরপাল্লার কন্টেনার গাড়ি থেকে বাজেয়াপ্ত করলো বিপুল পরিমাণে শুকনো গাঁজা, সেই সঙ্গে আটক গাড়ির চালক। ঘটনা সোমবার গভীর রাতে তেলিয়ামুড়া থানার সম্মুখে।খবরে প্রকাশ,আগরতলার বাইপাসের দিক থেকে দূরপাল্লার একটি WB23C0471 নম্বরের একটি কন্টেনার গাড়ি বহিঃ রাজ্যের দিকে যাওয়ার পথে গাড়িটিকে তেলিয়ামুড়া থানার সম্মুখে দাঁড় করিয়ে সন্দেহ বশত তল্লাশি চালিয়ে গাড়িটির এক গোপন কক্ষ থেকে ২১১৯ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয় তেলিয়ামুড়া থানার পুলিশ। সেই সঙ্গে আটক করা হয় বিহার রাজ্যের গাড়ির চালক মোহাম্মদ শফিক নামের এক যুবককে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া। তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন,, বাজেয়াপ্তকৃত গাঁজা গুলির আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় এক কোটি টাকার উপর হবে। তাছাড়া তিনি জানিয়েছেন, গাড়িটিতে তল্লাশি চালানোর সময় গাড়ির মধ্যে থেকে বেশ কয়েকটি আলাদা আলাদা নম্বরের নাম্বার প্লেট ও বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি জানিয়েছ,, তদন্ত চলছে তদন্তক্রমই সমস্ত তথ্য বেরিয়ে রিয়ে আসবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen − one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য