Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদদূরপাল্লার রাবার চারা বোঝাই লরি থেকে বাজেয়াপ্ত করা হয় বিপুল পরিমাণে শুকনো...

দূরপাল্লার রাবার চারা বোঝাই লরি থেকে বাজেয়াপ্ত করা হয় বিপুল পরিমাণে শুকনো গাঁজা


নেশা বিরোধী অভিযানে নেমে বহিঃ রাজ্যের একটি দূরপাল্লার রাবার চারা বোঝাই লরি থেকে বাজেয়াপ্ত করা হয় বিপুল পরিমাণে শুকনো গাঁজা। সেই সঙ্গে আটক গাড়ির চালক সহ এক দূরপাল্লার লরি। ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকার হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে সোমবার বিকেলে। খবরে প্রকাশ, NL01D 5219 নম্বরের একটি দূরপাল্লার লরি বিশালগড় থেকে অবৈধভাবে গাঁজা বোঝাই করে তেলিয়ামুড়া হয়ে গৌহাটি যাওয়ার পথে তেলিয়ামুড়া থানার এস.আই বিশ্বজিৎ দাসের নেতৃত্বে নাকা চেকিং করার সময় সন্দেহবশত গাড়িটিকে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয় ৪৩৪ কেজি শুকনো গাঁজা। সেই সঙ্গে আটক গাড়ির চালক করিম খান’কে , জানা যায় ওই দূরপাল্লার লরির চালকের বাড়ি পার্শ্ববর্তী রাজ্য অসমে। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার ও.সি সুবিমল বর্মন এবং মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া। মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া সংবাদমাধ্যমের মুখোমুখি প্রতিক্রিয়া ব্যাক্ত করে বলেন,,,, উদ্ধারকৃত গাঁজা গুলির আনুমানিক বাজার মূল্য প্রায় তেতাল্লিশ লক্ষ টাকার উপর। আগামী দিনে এই ধরনের নেশা বিরোধী অভিযান তেলিয়ামুড়া থানার জারি থাকবে বলে জানিয়েছেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen − two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য