নিয়ন্ত্রণ হারিয়ে বাইক এবং দূরপাল্লার লরির সাথে সংঘর্ষে গুরুতর আহত এক বাইক আরোহী। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন নেতাজিনগর ব্রিজ সংলগ্ন এলাকায়। জানা যায় তেলিয়ামুড়া করইলং এলাকার বাসিন্দা অমরেন্দ্র সরকার তেলিয়ামুড়ার মহকুমা শাসক কার্যালয় থেকে নিজের ব্যাক্তিগত কাজ সেরে বাইকে করে বাড়ির উদ্দ্যশ্যে আসার সময় নেতাজীনগর ব্রিজ সংলগ্ন এলাকায় আসা মাএই নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি লড়ির সাথে সংঘর্ষ হয়। এতে বাইক চালক অমরেন্দ্র সরকার গুরুত্বর আহত হয়। তার মাথায় এবং মুখে আঘাত লাগে। পরে স্থানীয় পথ চলতি সাধারন মানুষেরা আহত অমরেন্দ্র সরকারকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের নিয়ে যায়৷ এদিকে খবর দেওয়া হয় অমরেন্দ্র সরকারের বাড়ির লোকেদের। তড়িঘড়ি অমরেন্দ্র সরকারের বাড়ির লোকেরা ছুটে যায় হাসপাতালে। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা গুরুতর আহত অমরেন্দ্র সরকারের প্রাথমিক চিকিৎসার পর তাকে জি.বি হাসপাতালে রেফার করা হয়।



