সরকারি ন্যায্যমূল্যে রেশন দোকান থেকে রেশনের ভোক্তাদের মধ্যে অত্যন্ত নিম্নমানের কেউরি পোকা এবং জট ধরা চাল দেওয়ার অভিযোগ তুলেছে রেশন ভোক্তারা। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার খাদ্য দপ্তরের অধীন চাকমাঘাট গাঁও সভার অন্তর্গত চাকমাঘাট রেশন দোকানের ডিলারের বিরুদ্ধে রবিবার। জানা যায়, তেলিয়ামুড়া খাদ্য দপ্তরের অধীনে চাকমাঘাট গাঁও সভার অন্তর্গত চাকমাঘাটের একটি সরকারি রেশন দোকান থেকে রেশনের ভোক্তাদের অত্যন্ত নিম্নমানের এবং পোকা যুক্ত চাল দিয়ে আসছিল। রবিবার এই রেশন দোকানে রেশন ভক্তরা চাল নিতে এসে দেখে চালের মধ্যে রয়েছে কেউরি পোকা এবং জট ধরেছে চালে। এমনটাই অভিযোগ করে জানান এই রেশন দোকানের রেশন ভোক্তরা। জানা গেছে দোকানের রেশন ডিলার প্রবীর মজুমদার -এর কাছে এই বিষয়ে জানতে গেলে ভোক্তাদের সাফ জানিয়ে দেয়, এই চালে নিতে হবে অন্যথায় বাড়ি যাওয়ার পরামর্শ দেয়। রেশন দোকান থেকে রেশনের ভোক্তাদের অত্যন্ত নিম্নমানের এবং কেউরি পোকা যুক্ত এবং জট চাল দেওয়ার ফলে ভালো রেশন পরিষেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে চাকমাঘাটের ওই রেশন দোকানের রেশন ভুক্তারা। এটিকে বারবার রেশন দোকানে ডিলারের বিরুদ্ধে পাহাড় প্রমাণ অভিযোগ থাকলেও দপ্তর কোন ভূমিকা গ্রহণ করছে না সেই রেশন দোকানের বিরুদ্ধে।
এখন দেখার বিষয় তেলিয়ামুড়া মহাকুমার খাদ্য দপ্তর রেশন দোকানের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেন।।



