Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদকরবুকে কোভিড -১৯ টিকাকরণ

করবুকে কোভিড -১৯ টিকাকরণ

গোমতী জেলার আওতাধীন করবুক সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে গত ১৮ জুন দক্ষিণ একছড়ি ও পতিছড়ি এবং করবুক সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের এমসিএইচ ক্লিনিকে কোভিড -১৯ টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় । উক্ত কর্মসূচিতে মোট ২২ জনকে কোভিড -১৯ টিকা প্রদান করা হয় । উক্ত কর্মসুচিতে এমপিডব্লিউ দীনেশ ত্রিপুরা কোভিড -১৯ সংক্রমণ , ম্যালেরিয়া , ডায়ারিয়া , কুন্ঠরোগ , যক্ষ্মারোগ এবং সংক্রামক ও অসংক্রামক রোগকে প্রতিরোধ করতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান করেন । এছাড়াও কোভিড- ১৯ সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার করা সামাজিক দূরত্ব বজায় রাখা এবং বার বার সাবান দিয়ে হাত ধোয়ার জন্য উপস্থিত সকলকে পরামর্শ প্রদান করেন । উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন এমপিডব্লিউ খকেন্দ্র রিয়াং , অরুঞ্জয় রিয়াং , কণিকা রিয়াহ্ , এএনএম বিশ্ব মঞ্জুরি কমাতিয়া , আশাকর্মী নন্দিতা চাকমা , পূর্ণমুখি চাকমা , ফুলমতি দেববর্মা , এলিনা দেববর্মা ও ধনীরুং রিয়াং । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight + two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য