Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদআসাম আগরতলা জাতীয় সড়কে পুলিশের বাস ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে আহত...

আসাম আগরতলা জাতীয় সড়কে পুলিশের বাস ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৫


আসাম আগরতলা জাতীয় সড়কে একটি পুলিশের বাস ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে আহত হয় মোট ৫ জন। ঘটনা
মুঙ্গিয়াকামী থানাধীন আঠারো মুড়া পাহাড়ের ৩৭ মাইল এলাকায়।
উল্লেখ থাকে, মুঙ্গিয়াকামী থানাধীন ৩৭ মাইল এলাকার জাতীয় সড়কে শুক্রবার বিকেলে TR01B3678 নম্বরের একটি যাত্রীবাহী অটোযাত্রী নিয়ে মুঙ্গিয়াকামী দিক থেকে তেলিয়ামুড়া আসার পথে উল্টো দিক থেকে TR01C1181 নম্বরের একটি পুলিশের বাস গাড়ির সঙ্গে বাঁক নিতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়ে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী অটো গাড়িটি। ঘটনাটি প্রত্যক্ষ করে পথ চলতি সাধারণ মানুষজন অটো গাড়িতে থাকা চালকসহ ৬ জনের মধ্যে ৫ জনকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে।
এর মধ্যে লক্ষ্মী চরণ দেববর্মা; অভিরাই দেববর্মা এবং লক্ষীতি দেববর্মা গুরুতর আহত হয়। বাকি দুজন অল্পবিস্তর আহত হওয়ায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়। অন্যদিকে অভিরাই দেববর্মার অবস্থা আশঙ্খাজনক হওয়ায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে প্রেরণ করে। তাছাড়া লক্ষ্মী চরণ দেববর্মা এবং লক্ষীতি দেববর্মা’কে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা শুরু করে। তবে শুক্রবার বিকেলে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen − 15 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য