এবার রাজ্যের প্রত্যন্ত এলাকায় রাজ্য সরকারের সহায়তায় জুম চাষের পাশাপাশি ফলের বাগান করছে। এমনটাই দৃশ্য প্রত্যক্ষ করা গেল মুঙ্গিয়াকামি আর.ডি ব্লকের অধীনে কাঁকড়া ছড়া এ.ডি.সি ভিলেজের প্রত্যন্ত অলরাম পাড়ায় গিয়ে। প্রত্যন্ত অলরাম পাড়ার বাসিন্দা বেঙ্গলতি রিয়াং। ওই জনজাতি রমণী বেঙ্গলতি রিয়াং সরকারি সহায়তায় অলরাম পাড়ায় উর্বর পাহাড়ি জমিতে উনি ১ কানি জায়গার উপর মুসাম্বির ফলের চাষ করে স্বাবলম্বী হওয়ার পথে হাঁটছেন। জুম চাষের পাশাপাশি প্রত্যন্ত এলাকায় বসবাসকারী জনজাতি অংশের মানুষ জনেরা বিকল্প হিসাবে ফলের বাগান করে বর্তমান রাজ্য সরকারের দেখানো পথে অল্পসংখ্যক হলেও স্ব-নির্ভরতার পথে পা বাড়িয়েছে। আর এরই উজ্জ্বল দৃষ্টান্ত অলরাম পাড়ার বাসিন্দা বেঙ্গলতি রিয়াং। ওই জনজাতি রমণী বেঙ্গলতি রিয়াং তার অলরাম পাড়া স্থিত উঁচু পাহাড়ি জমিতে ১ কানি জায়গার উপর ১,৬০০ মুসাম্বির ফলের গাছ লাগিয়েছে। এই পাহাড়ি উর্বর জমিতে মুসাম্বির ফলের ফলনও অনেকটাই ভালো হয়েছে। এ বিষয়ে বলতে গিয়ে ওই জনজাতি রমণী বেঙ্গলতি রিয়াং বলেন,,,, জুম চাষের পাশাপাশি তিনি মুসাম্বির ফলের চাষাবাদ করে অর্থ উপার্জনের মাধ্যমে নির্ভরশীল হওয়ার প্রয়াস করছেন। এই মুসাম্বির চাষের ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকেও বিভিন্ন ভাবে সহায়তা করেছেন, ফলে তিনি ১,৬০০ মুসাম্বির চারা লাগিয়ে স্ব-নির্ভর হওয়ার পথে হাঁটছে। তিনি আরও জানিয়েছেন, অল্প কিছুদিনের মধ্যেই তার ফলানো মুসাম্বির বাজারজাত করবেন তিনি। রাজ্যে বিজেপি আইপিএফটি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাজ্য সরকার বিভিন্ন ভাবে বিকল্প অর্থনৈতিক কাজগুলোকে সামনে রেখে স্বাবলম্বী হওয়ার জন্য আহ্বান করেছে এবং এই স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার সর্বদা সহায়তা হাত বাড়িয়ে দেবে। রাজ্য সরকারের স্বাবলম্বী হওয়ার এই আহবানে অল্পসংখ্যক হলেও স্বনির্ভরতার পথে পা বাড়িয়েছে, এরই এক উজ্জ্বল দৃষ্টান্ত এই জনজাতি রমণী বেঙ্গলতি রিয়াং।।



