Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদবিশালগড়ে বিশ্ব রক্তদাতা দিবস পালিত হল

বিশালগড়ে বিশ্ব রক্তদাতা দিবস পালিত হল

বিশালগড় অফিসটিলাস্থিত টাউন হলে গতকাল বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন করা হয় এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশালগড় পুর পরিষদের চেয়ারপার্সন অগুন পুরকায়স্থ । বিশ্ব রক্তদাতা দিবসের উদ্বোধন করে পুর পরিষদের চেয়ারপার্সন অঞ্জন পুরকায়স্থ বলেন , রক্তদান একটি মহৎ দান । রক্তদানকে আমাদের সামাজিক দায়বদ্ধতা হিসাবে গ্রহণ করতে হবে । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাশিস বন্দ্যোপাধ্যায় , জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা . রঞ্জন বিশ্বাস ও মহকুমা বিদ্যালয় পরিদর্শক দীপঙ্কর দাস স্বাগত বক্তবা রাখেন বিশালগড় মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত আধিকারিক ডা . রাজীব সরকার । সভাপতিত্ব করেন জেলা টিকাকরণ আধিকারিক ডা . অরিজিৎ সিনহা । বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে স্বাস্থ্য কর্মীদের দ্বারা মঞ্চস্থ করা হয় সচেতনতামূলক নাটক । এই উপলক্ষে একটি রালি বিশালগড় পুর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seven − four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য