বিশালগড় অফিসটিলাস্থিত টাউন হলে গতকাল বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন করা হয় এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশালগড় পুর পরিষদের চেয়ারপার্সন অগুন পুরকায়স্থ । বিশ্ব রক্তদাতা দিবসের উদ্বোধন করে পুর পরিষদের চেয়ারপার্সন অঞ্জন পুরকায়স্থ বলেন , রক্তদান একটি মহৎ দান । রক্তদানকে আমাদের সামাজিক দায়বদ্ধতা হিসাবে গ্রহণ করতে হবে । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাশিস বন্দ্যোপাধ্যায় , জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা . রঞ্জন বিশ্বাস ও মহকুমা বিদ্যালয় পরিদর্শক দীপঙ্কর দাস স্বাগত বক্তবা রাখেন বিশালগড় মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত আধিকারিক ডা . রাজীব সরকার । সভাপতিত্ব করেন জেলা টিকাকরণ আধিকারিক ডা . অরিজিৎ সিনহা । বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে স্বাস্থ্য কর্মীদের দ্বারা মঞ্চস্থ করা হয় সচেতনতামূলক নাটক । এই উপলক্ষে একটি রালি বিশালগড় পুর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে ।



