হেলমেট বিহীন অবস্থায় দ্রুত গতিতে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে আহত এক যুবক। ঘটনা মঙ্গলবার বিকেল নাগাদ তেলিয়ামুড়া থানাধীন ইচার বিল স্কুল সংলগ্ন এলাকায়। জানা যায়, তেলিয়ামুড়া-খোয়াই সড়ক ধরে তেলিয়ামুড়ার দিকে আসার পথে TR 06C 7917 নম্বরের একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় বাইকের চালক ছিটকে পড়ে রাস্তার পাশে এবং আহত হয়। আহত যুবকের নাম আশীষ রুপিনি। পরবর্তীতে তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীরা দুর্ঘটনার খবর পেয়ে আহত যুবককে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বর্তমানে আহত যুবকের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে।।



