Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদরাজনৈতিক পটপরিবর্তনের পরেও উপজাতি গিরি বাসীদের সমস্যা একই তিমিরে

রাজনৈতিক পটপরিবর্তনের পরেও উপজাতি গিরি বাসীদের সমস্যা একই তিমিরে

ভোট আসে ভোট যায়। রাজনৈতিক পটপরিবর্তন ঘটে। কিন্তু প্রত্যন্ত এলাকার উপজাতি গিরি বাসীদের কপালে জোটে কেবল বঞ্চনা। তাদের ভাজ্ঞের চাকা যেন ঘুরেইনা, থমকে থাকে একজায়গায় । উপজাতি গিরি বাসীদের সমস্যা একই তিমিরে।মুঙ্গিয়াকামী আর ডি ব্লকের অধীনে পুর্ব লক্ষীপুর এডি সি ভিলেজের বাদরাই পাড়া । আসাম আগরতলা জাতীয় সড়কের ৪৩ মাইল এলাকা থেকে কিছুটা ভিতরে অবস্থিত এই পাহাড়ি অঞ্চল বাদরাই পাড়া। প্রায় ৫৫ পরিবারের মুলত জনজাতি অংশের মানুষেরই বসবাস এলাকায়। জুম চাষ করেই জীবন জীবিকা তাদের। কোন প্রকারে বেচে থাকার সংগ্রাম করে চলে সারাবছর যাবৎ। চেয়ে থাকেন সরকারি সুযোগ সুবিধার দিকে। কখন তাদের দিকে দৃষ্টি পরবে সরকারের। কিন্তু কেবল আশ্বাস ছাড়া কিছুই মেলেনা। এমনই এক সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এক জনজাতি বৃদ্ধাকে নিয়েই আজকের এই প্রতিবেদন। জীবনের প্রায় তিন কাল পার হওয়া বাদরাই পাড়া এলাকার এক বৃদ্ধা চিকনমালা দেববর্মা ।কপালে জোটেনি একটা বৃদ্ধ ভাতা। জোটেনি আবাস যোজনার ঘর ও বলে জানান বৃদ্ধা চিকনমালা দেববর্মা। বদল হয়েছে রাজনৈতিক নেতা , পরিবর্তন ঘটল সরকারের। কিন্তু তার ভাজ্ঞের পরিবর্তন আর ঘটল না।অনেকটা আক্ষেপের শুরেই তিনি জানান নেতারা কেবল হবে হবেই বলে কিন্তু আজও বৃদ্ধ ভাতা এবং সরকারি ঘর থেকে বঞ্চিত চিকনমালা দেবি ।তিনি জানান রাজনৈতিক নেতাদের কাছে বার কয়েক গিয়েও কেবল আশ্বাস ছাড়া কিছুই জোটেনি তার কপালে। জঙ্গলের লতাপাতা সব্জি বিক্রি করে কোন প্রকার বাঁচার লড়াই করে চলেছেন অবিরাম। জীবনসায়াহ্নে এসে যদি বৃদ্ধ পাতা টুকু পান তবে হয়ত বাকি জীবন টা একটু ভালকরে কাটিয়ে যেতে পারবেন । এমনই আসা নিয়ে বসে আছেন বৃদ্ধা চিকনমালা দেববর্মা ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 + nineteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য