ফের জাতীয় সড়কে দুইটি গাড়ির মধ্যে সংঘর্ষে দুর্ঘটনায় আহত তিনজন। ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়া এলাকায় অসাম-আগরতলা জাতীয় সড়কে। জানা যায়, আগরতলা থেকে যাত্রী নিয়ে একটি মারুতি গাড়ি আসাম-আগরতলা জাতীয় সরক ধরে তেলিয়ামুড়া দিকে আসছিল। আসাম-আগরতলা জাতীয় সড়কের বড়মুড়া এলাকায় আসা মাত্রই যাত্রীবাহী গাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিতে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে, দুর্ঘটনায় আহত হয় গাড়িতে থাকা গাড়ির চালক সহ মোট তিনজন। প্রত্যক্ষদর্শীরা রক্তক্ষরণ হওয়াতে দু’জনকে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। দুজনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ছেড়ে দেয়। এদিকে প্রতিনিয়তই যান দুর্ঘটনা পিছু ছাড়ছেনা বড়মুড়া পাহাড় সহ বিভিন্ন এলাকায়। একাংশ শুভবুদ্ধি জনগণের দাবি ট্রাফিক দপ্তর যেন যান দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।।



