Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদগ্রীষ্মকালীন সবজি চাষ করে বিপাকে কৃষকরা

গ্রীষ্মকালীন সবজি চাষ করে বিপাকে কৃষকরা

টানা বর্ষণের ফলে কৃষকদের কৃষিক্ষেতের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে বলে জানায় এক কৃষক। ঘটনা তেলিয়ামুড়া মহকুমা কৃষি দপ্তরের অধীনে বাইশঘড়িয়া এলাকায়। উক্ত এলাকায় শুক্রবার গিয়ে প্রত্যক্ষ করা যায় এলাকায় বসবাসকারী মানুষদের মধ্যে অধিকাংশই কৃষির উপরে নির্ভরশীল। বাইশঘড়িয়া এলাকার জনৈক এক কৃষক জানায়,এবছর টানা বর্ষণের ফলে তাদের ফলানো গৃষ্ম কালীন বিভিন্ন সবজি, অর্থাৎ ঝিঙে, কারকল, কাঁচা লঙ্কা সহ বিভিন্ন ফসলের ক্ষেতের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। গাছের গুঁরায় পচন ধরে নষ্ট হয়ে যাচ্ছে কৃষি জমির সমস্ত কৃষিজ ফসলের গাছ। ফলে এলাকার কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। অন্যদিকে, ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে গৃষ্ম কালীন সবজি অন্যান্য বছরের তুলনায় এবছর বাজার জাত হবে অনেকাংশেই কম। ফলে গৃষ্ম কালীন সবজির বাজার দর অনেকটাই বৃদ্ধি পেয়েছে বলে জানা যায়।অন্যদিকে টানা বৃষ্টির পর কৃষিজ জমিতে জমা জল নিষ্কাশনের সুব্যবস্থা না থাকার ফলে কৃষিজ ফসলের গাছের গোড়ায় পচন ধরে যায়। ফলে বিভিন্ন কৃষিজ ফসলের গাছের ফলনের ফসল গুলিতে পচন ধরে। এতে ক্ষতির সম্মুখীন এলাকার কৃষকরা। এলাকার কৃষকদের দাবি জল নিষ্কাশনের জন্য কৃষি জমির পাশের ড্রেনের সমস্যা সমাধানের জন্য যাতে স্থানীয় কৃষি দপ্তর সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 + 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য