তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে চাকমাঘাটস্থিত মেথরাই রিয়াং বাড়ি হাই স্কুলে গতকাল প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় । শিবিরের উদ্বোধন করেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রামপদ জমাতিয়া । উপস্থিত ছিলেন রাজা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় , বিধায়ক ডা . অতুল দেববর্মা মুঙ্গিয়াকামী বিএসি’র চেয়ারম্যান সুনীল দেববর্মা , তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান অপু গোপ , খোয়াই জেলার জেলাশাসক এল টি দার্লং , তেলিয়ামুড়া মহকুমার মহকুমা শাসক মহম্মদ সাজাদ পি প্রমুখ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস রায় । শিবিরের উদ্বোধন করে জনজাতি কল্যাণ মন্ত্রী রামপদ জমাতিয়া বলেন , বর্তমান সরকার সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে । সরকারি বিভিন্ন প্রকল্প যথা কৃষক সম্মাননিধি , আয়ুষ্মান কার্ড , আবাস যোজনা , বিদ্যাজ্যোতি স্কুল ইত্যাদির মাধ্যমে সমাজের সকল শ্রেণীর মানুষ উপকৃত হচ্ছে । বিগত দিনে বাস্তবিক অর্থে গ্রাম পাহাড়ের জনজাতি অংশের মানুষ বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত ছিল । কিন্তু বর্তমানে তা ঘরে পরে পৌঁছে দেওয়া হচ্ছে । আগামীদিনে রাজ্যের বিভিন্ন স্থানে একলব্য স্কুল চালু করা হবে । এতে জনজাতি ছাত্রছাত্রীরা উপকৃত হবে । আজকের শিবিরে ৪৯১ জনের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয় । তাছাড়া ৩৬৪ জন এসটি সার্টিফিকেট , ৪০৪ পিআরটিসি , ৫৫ টি আধার কার্ড , ৩৫ জনকে ম্যারেজ সার্টিফিকেট ও ২৮ জন ইনকমা সার্টিফিকেটের জন্য আবেদনপত্র জমা দেন । ৮০ জন কৃষক সম্মাননিধি , ২২ জন উজ্জ্বলা যোজনা এবং ২৯৭ জন অটল জলধারা প্রকল্পের সুবিধা পেতে আবেদনপত্র জমা দেন প্রাণীসম্পদ বিকাশ দপ্তর থেকে শিবিরে ৭৭ টি প্রাণীর চিকিৎসা করে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয় ।



