Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদঅনুষ্ঠিত হল ত্রিপুরা পান চাষি সমিতির প্রথম কনভেনশন

অনুষ্ঠিত হল ত্রিপুরা পান চাষি সমিতির প্রথম কনভেনশন

শুক্রবার সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির আহ্বানে ত্রিপুরা পান চাষি সমিতির প্রথম কনভেনশন করা হয় কৃষক সভার হল ঘড়ে। এই দিন উপস্তিত ছিলেন পবিত্র কর সহ অন্যান। এই দিনের কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে পবিত্র কর বলেন উপজাতি অধ্যুষিত এলাকা কমলপুর কৈলাশহর ধর্মনগর এবং কাঞ্চনপুর গাছ পান চাষ করে তাদের বহুবিধ সমস্যা আছে আতীতে বামপন্থী সরকার থাকার সময়ে এই পান চাষ সম্প্রসারণ করা এবং তাকে রক্ষা করার জন্য একটা প্রকল্প ছিল এর পরে যখন রেগার প্রকল্প চালু হয় এই পান চাষি দের সহায়তা তোলে দেওয়া হয়, পান চাষি দের অবস্থা একদম খারাপ কোন ধরনের সহায়তা করা হয় না বলে উনার বক্তব্যে তোলে ধরেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য