জানা যায়, রাজধানী আগরতলা থেকে একটি মারুতি ইকো গাড়ি ধর্মনগর দিকে যাচ্ছিল যাত্রী নিয়ে। তেলিয়ামুড়া থানাধীন আসাম-আগরতলা জাতীয় সড়কের বড়মুড়া পাহাড়ের ইকো পার্ক সংলগ্ন আসতেই গাড়ির চাকা ফেটে যায়। তাতে নিয়ন্ত্রণ হারিয়ে ছোট গাড়িটির দূরপাল্লার একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। তাতে আহত হয় গাড়িতে থাকা দুজন যাত্রী সহ ছোট গাড়ির চালক। তৎক্ষণাৎ প্রত্যক্ষদর্শীরা তিনজনকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তিনজন মধ্যে গাড়ির চালক তথা রাকেশ দাস গুরুতর আহত হয়। তার অবস্থা গুরুতর হওয়াতে উন্নত চিকিৎসার জন্য তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল থেকে রাজধানীর রেফারেল জি.বি.পি হাসপাতালে প্রেরণ করা হয়। বাকি দুজকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।।



