কোভিড- ১৯ সংক্রমণ প্রতিরোধ গত ৩ জুন ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন ফটিকরায় এমসিএইচ ক্লিনিকে এবং সায়দাছড়া গঙ্গানগর , গকুলনগর , ফটিকছড়া , জ্যাথপুর ও কৃষ্ণনগর উপস্বাস্থ্যকেন্দ্রে কোভিড -১৯ টিকাকরণ অনুষ্ঠিত হয় । এদিন মোট ১০ জনকে কোভিড ১৯ টিকা প্রদান করা হয় । এদের মধ্যে ২০ জনকে প্রথম ডোজ , ৪৮ জনকে দ্বিতীয় ডোজ এবং ২২ জনকে কোভিড- ১৯ প্রিকশন ডোজ দেওয়া হয় । স্বাস্থ্যকর্মীগণ টিকাকরণের পাশাপাশি কোভিড- ১৯ সংক্রমণ থেকে রক্ষা পেতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান করেন । উক্ত টিকাকরণ পরিচালনা করেন ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মীগণ । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।



