ডিজিটাল পদ্ধতিতে জুয়া বাণিজ্য! এবার অত্যাধুনিক পদ্ধতিতে জুয়ার রমরমা বাণিজ্য। গোপন সংবাদের ভিত্তিতে অত্যাধুনিক পদ্ধতিতে ঝাঁন্ডি মুন্ডা খেলার মোবাইল এবং টাকা সহ দুজনকে আটক করল থানার পুলিশ। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন গোলাবাড়ি এলাকায়। জানা যায়, তেলিয়ামুড়া শহর সহ শহরের আশপাশ এলাকাগুলিতে প্রতিনিয়তই জুয়া খেলার রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে কিছু অসাধু ব্যক্তিরা। আর এই জোয়ার ফাঁদে পড়ে সর্বশান্ত হচ্ছে কিছু সাধারণ মানুষজনেরা। তবে অনেক সময় পুলিশ সফলতা পায়, আবার কখনো পায় না। শনিবার রাতে এক গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ গোলাবাড়ি এলাকায় জুয়া বিরোধী অভিযান চালায়। অভিযানকালে তেলিয়ামুড়া থানার পুলিশের চোখে ধরা পড়ে অত্যাধুনিক পদ্ধতিতে মোবাইল অ্যাপসের মাধ্যমে ঝান্ডি মুন্ডা খেলা হচ্ছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসর ছেড়ে পালিয়ে যেতে দৌড়ঝাঁপ শুরু করে জুয়াড়িরা। পুলিশ ঝান্ডি মুন্ডা আসর থেকে অমল দে এবং সঞ্জীব সরকার নামের দুই ব্যক্তি কে জান্ডি মুন্ডা জুয়া খেলার মোবাইল এবং টাকা সমেত আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। তবে কি জুয়া বাণিজ্যের পান্ডারা পুলিশ এবং সচেতন নাগরিক দের চোখে ধুলো দেওয়ার জন্য বেছে নিয়েছে এই অত্যাধুনিক পদ্ধতি। আগে যেখানে ঝান্ডি মুন্ডা খেলার আসর বসতো জান্ডি মুন্ডার গুটি এবং ডাব্বার মধ্য দিয়ে। বর্তমানে মোবাইলের মধ্যে জান্ডি মুন্ডা অ্যাপস ডাউনলোড করে অনায়াসে খেলা হচ্ছে লক্ষ লক্ষ টাকার জুয়া। আর যাতে করে পুলিশের চোখ ফাঁকি দিয়ে যেকোন সময় ঐ অসাধু জুয়া বাণিজ্যের পান্ডারা যেকোন জায়গায় জান্ডি মুন্ডা আসর বসিয়ে দিচ্ছে।।



